স্পোর্টস ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০১৬ ১৬:২৫

ভুবনেশ্বরের ছোড়া বলে আম্পায়ার আহত, হাসপাতালে প্রেরণ

অশ্বিনের আপাত-নিরীহ বলটা লেগ সাইডে ফ্লিক করে একটা সিঙ্গেল নিয়ে নিলেন অভিষিক্ত কিটন জেনিংস। স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন ভুবনেশ্বর কুমার। বল হাতে নিয়ে পূজারার উদ্দেশ্যে আলতোভাবে থ্রো করলেন ভারতীয় এই পেসার।

কিন্তু বিধিবাম, বল এসে লাগলো আম্পায়ার পল রিফিলের মাথায়। পূজারা অবশ্য রিফিলকে সাবধান করতে চেয়েছিলেন তবে এর আগেই বল এসে লাগে তার মাথায়। খুব জোরে না লাগলেও সাথে সাথেই পড়ে যান এই অস্ট্রেলীয় আম্পায়ার।

ভারতীয় খেলোয়াড়রা শশ্রুষা করতে লাগলেন, মূহূর্তেই চলে এলেন ফিজিও এবং ডাক্তার। উঠে দাঁড়ালেও আম্পায়ারিং করতে পারলেন না সাবেক এই অজি পেসার। ইংল্যান্ডের স্কোর তখন ১৬৬/২।

এরপর দ্রুতই হাসপাতালে নেয়া হয় পল রিফিলকে। বাকি সময়টুকু মরিস ইরাসমাসকে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করতে হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত