স্পোর্টস ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৭ ০৭:৩৫

মুশফিকের আঘাত গুরুতর নয়, আছেন পর্যবেক্ষণে

টিম সাউদির বাউন্সারে আঘাত পেয়ে মাঠ থেকে হাসপাতালে যাওয়া মুশফিকুর রহিম শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

তিনি জানান, মুশফিকের চোটটি ছিল মাথার নিচের অংশে ঘাড়ের দিকে। ঘাড়ে এক্স-রে করানো হয়েছে, তাতে কোনো সমস্যা ধরা পড়েনি। তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। ডাক্তার আরেক দফা দেখে সিদ্ধান্ত নেবেন এখনই ছেড়ে দেওয়া হবে কিনা।

৪৩তম ওভারে সাউদির বাউন্সারে বাংলাদেশ অধিনায়ক উইকেটেই পড়ে ছিলেন বেশ কিছুক্ষণ। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল থেকে এসেছে সুখবর। গুরুতর কিছু নয় মুশফিকুর রহিমের চোট।

প্রথম ইনিংসে আঙুলে চোট পেয়ে ফিল্ডিংয়ে নামতে পারেননি মুশফিক। দলের প্রয়োজনে ব্যাট করতে নেমে আহত হলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত