স্পোর্টস ডেস্ক

১৬ জানুয়ারি, ২০১৭ ১৪:০৯

টেন্ডুলকারকে পেছনে ফেললেন কোহলি

দুর্দান্ত ব্যাটিং করে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে জয় এনে দিয়েছেন ভারতকে। জয়ের পাশাপাশি গড়েছেন ব্যক্তিগত রেকর্ডও। রোববারের ম্যাচে শতরান করে শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন বিরাট কোহলি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম শতরান করেন কোহলি। তার ১০৫ বলে ১২২ রানের সুবাদে ইংল্যান্ডের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করে ম্যাচ যেতে ভারত।

বিপক্ষ দলের রান তাড়া করতে গিয়ে শচিন তার ক্যারিয়ারে ১৭টি শতরান করেছিলেন। ভারতের সাবেক অধিনায়ক শচিনের সেই রেকর্ড ভেঙে দিলেন বর্তমান অধিনায়ক কোহলি।

শচিন ১৭টি ম্যাচে রান তাড়া করে ভারতকে জিতিয়েছিলেন ১৪টি ম্যাচে। আর কোহলি ১৭টি ম্যাচে রান তাড়া করে ভারতকে জিতিয়েছেন ১৫টি ম্যাচ। শচিন ওই রেকর্ড করেছিলেন ৪৬৩টি ম্যাচ খেলে। আর কোহলি মাত্র ১৭৭টি ম্যাচ খেলেই সেই রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন।

আপনার মন্তব্য

আলোচিত