স্পোর্টস ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৭ ২১:০৮

আরাফাত সানি দোষী হলে অবশ্যই নিষিদ্ধ হবেন : বিসিবি সভাপতি

তথ্যপ্রযুক্তি আইনে এক তরুণীর দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন ক্রিকেটার আরাফাত সানির ব্যাপারে অবশেষে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আরাফাত সানি দোষী প্রমাণিত হলে প্রয়োজনে তাঁকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিসিবির কার্যালয়ে সাংবাদিকদের সামনে নাজমুল হাসান বলেন, "অবশ্যই নিষিদ্ধ হবে সে। এই ধরনের খেলোয়াড়দের নিষিদ্ধ না হওয়ার কোনো কারণ নেই। তবে এটি প্রমাণ সাপেক্ষ। আদালতে প্রমাণ হতে হবে সে দোষী। একটা নিউজ দেখেই তাঁকে নিষিদ্ধ করতে পারি না আমরা। তবে দোষী প্রমাণিত হলে এই ধরনের খেলোয়াড়দের ক্রিকেটে থাকার সুযোগ নেই।"

গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের এক তরুণী আরাফাত সানির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তরুণীর দাবি, জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক রয়েছে। ফেসবুকে তার কিছু আপত্তিকর ছবি আপলোড করেছেন সানি- এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে এই মামলা করেন তিনি।

মামলার প্রেক্ষিতে গত রোববার সকালে মোহাম্মদপুর থানা পুলিশ তাঁকে ঢাকার আমিনবাজার থেকে গ্রেপ্তার করে। এরপর একদিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত