স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৭ ১৬:২৩

পুলিশ লাইন স্কুলকে ১২৬ রানে হারিয়েছে রসময় মেমোরিয়াল স্কুল

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৬-১৭ সিলেট জেলার আজকের খেলায় (২৫ জানুয়ারি) রসময় মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ ১২৬ রানে হারিয়েছে পুলিশ লাইন হাই স্কুলকে।

পুলিশ লাইন হাই স্কুল টসে জিতে রসময় মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। রসময় মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে । দলের পক্ষে রাসেল ৫৭ রান এবং বক্কর ৫৫ রান সংগ্রহ করে। পুলিশ লাইন হাই স্কুল এর পক্ষে রেদওয়ান ৩ উইকেট  লাভ করে।

জবাবে পুলিশ লাইন হাই স্কুল ৩২.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৮৩ রান করে। দলের পক্ষে ফকরুল সর্বোচ্চ ১৯ রান সংগ্রহ করে। রসময় মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ এর পক্ষে হাদী ৪ উইকেট এবং রাসেল ২ উইকেট লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন রসময় মেমোরিয়াল হাই স্কুল  এন্ড কলেজ এর খেলোয়াড় রাসেল।

সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় স্পোর্টস ওয়ান, রিকাবীবাজার, সিলেটের সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহী উদ্দিন আহমদ সেলিম, বিসিবির সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম. মাহমুদ ইমন, স্পোর্টস ওয়ান, রিকাবীবাজারের স্বত্ত্বাধিকারী ইমরান আজাদ ও ফকরুল হাসান রাব্বী, আম্পায়ার নুরুল ইসলাম, রসময় মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল মতিন, স্কোরার তানজিল শাহরিয়ার অলি প্রমুখ।

আগামীকাল (২৭ জানুয়ারি) পাঠানটুলা দ্বি-পাক্ষিক হাই স্কুল এবং মোহাম্মদ মকন হাই স্কুল এন্ড কলেজের মধ্যকার খেলা সকাল ৯ টায় এম.সি. কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগের জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন স্কুল ক্রিকেট কমিটির আহবায়ক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি।

আপনার মন্তব্য

আলোচিত