স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৭ ১৭:৪২

সিলেটে অনূর্ধ্ব-১৫ ফুটবলার বাছাই ও প্রশিক্ষণ শুরু

জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যৌথ উদ্যোগে এবং সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় সিলেট জেলার 'তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত অনূর্ধ্ব-১৫ প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ-২০১৬ শুরু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় সিলেট জেলা স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, বাফুফের কোচ জাহান-ই-আলম নুরী রাহেল, দুলাল হোসেন, এ.কে.এম মাহমুদ ইমন, তপন কুমার মালাকার।

এই প্রশিক্ষণ কর্মসূচীতে সিলেট জেলার ১৩টি উপজেলার ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য

আলোচিত