ক্রীড়া প্রতিবেদক

১৭ মার্চ, ২০১৭ ১৭:৫৪

বড় লিড পাওয়া বাংলাদেশকে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

টেস্ট ক্রিকেটে দারুণ এক দিন পার করল বাংলাদেশ। শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে ৪৬৭তে গিয়ে থামল মুশফিকদের প্রথম ইনিংস। সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান। অভিষেকেই ৭৫ রানের ঝলোমলে ইনিংস মোসাদ্দেক সৈকতের। ১২৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ভালো জবাব শ্রীলঙ্কারও। তৃতীয় দিন শেষে তাদের স্কোর বিনা উইকেটে ৫৪।  

দ্বিতীয় দিনে ২১৪ রানে ৫ উইকেট হারিয়ে লিড নিতে না পারার শঙ্কায় পড়েছিলো টাইগাররা। তবে এদিন মেজাজ বুঝে ব্যাট করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। অর্ধশতক করে লাগমালের বলে অধিনায়ক ফিরলেও অপর প্রান্তে সাকিব ছিলেন অনন্য। অভিষিক্ত মোসাদ্দেক সৈকতকে নিয়ে গড়েন শতরানের জুটি। তুলেন নেন মনে রাখার মত শতক। হঠাৎ ধর্য্য না হারালে সেঞ্চুরিটা আরও বড় করতে পারতেন। সাকিব থামার পরও লড়াই থামেনি বাংলাদেশের। মিরাজকে নিয়ে চা বিরতির পরও খেলছিলেন সৈকত। তবে মিরাজের বিদায়ের পর আর বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি তার লড়াই।

লঙ্কানদের পক্ষে ৪টি করে উইকেট নিয়েছেন লাকশান সান্দাকান ও রঙ্গনা হেরাথ।

আপনার মন্তব্য

আলোচিত