স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০১৭ ১০:৩৭

‘বাংলাদেশের বিপক্ষে টেস্টে হারটা হবে বিব্রতকর’

চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত খেলায় ভালোভাবেই টিকে ছিল শ্রীলঙ্কা। ১ উইকেটে ১৩৭ রান নিয়ে প্রথম সেশনের খেলা শেষ করে স্বাগতিকরা। তবে বিরতির পরেই খেলার মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশি পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। লঙ্কান ব্যাটিং অর্ডারের প্রধান দুই সেনানী দীনেশ চন্দিমাল ও কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। খানিক বাদে গুনারত্নেকে আউট করে টাইগারদের খেলায় ফিরিয়ে আনেন সাকিব আল হাসান। চতুরঙ্গে ডি সিলভাকে ফিরিয়ে দিয়ে লঙ্কান মিডল অর্ডারটাকে প্রায় ধসিয়ে দেন মুস্তাফিজ।

শ্রীলঙ্কার ওপেনার দিমুখ করুনারত্নেও মনে করছেন, মুস্তাফিজই ম্যাচ থেকে লঙ্কানদের ছিটকে দিয়েছেন।  বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘সে দারুণ রিভার্স সুইং পাচ্ছিল। ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে দারুণ একটা অ্যাঙ্গেলে বল করে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিয়েছে।’ মুস্তাফিজকে নিয়ে আলাদাভাবেই পরিকল্পনা করেছিলেন বলে জানান করুনারত্নে। তবে দিন শেষে সেটা সফল হয়নি বলেও জানান দ্বিতীয় ইনিসে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান।

প্রতিপক্ষ বোলারের প্রশংসা করলেও নিজেদের ওপর চরম বিরক্ত করুনারত্নে, ‘আমরা পরিকল্পনামতো খেরতে পারিনি, এটা হতাশার। ঘরের মাঠে গত ছয় টেস্টে অপরাজিত রয়েছি আমরা। এই ম্যাচে হেরে গেলে সেটা হবে লজ্জার।’ 

বাংলাদেশের বিপক্ষে এই টেস্টে হারতে চান না করুনারত্নে। তিনি বলেন, ‘টেস্টে আমরা কখনই বাংলাদেশের বিপক্ষে হারিনি। এটা খুব বিব্রতকর হবে যদি আমরা এই টেস্ট হেরে যাই।’

জয়ের জন্য পরিকল্পনাও সাজিয়ে রেখেছেন এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘১৪০ (১৩৯) রানের মতো লিড নিয়েছি আমরা। এটাকে বাড়িয়ে দুইশর কাছাকাছি নিয়ে যেতে হবে। আর বাংলাদেশের ওপেনাররা যেহেতু দারুণ খেলছে, তাই তাঁদের শুরুতেই ফেরাতে হবে। তাহলে চাপে পড়ে যাবে বাংলাদেশ।’

আর খানিক বাদে শেষ দিনের খেলায় মাঠে নামবেন দুই লঙ্কান ব্যাটসম্যান সুরঙ্গা লাকমল ও দিলরুয়ান পেরেরা। বাংলাদেশের এখন একটা লক্ষ্য আর সেটা হলো দ্রুতই শ্রীলঙ্কার বাকি দুই উইকেট তুলে নিয়ে লিডটাকে দেড়শর কাছাকাছি রাখা। এটা হলেই ঐতিহাসিক শততম টেস্টে জয়টা খুব দূরে নয়!

আপনার মন্তব্য

আলোচিত