স্পোর্টস ডেস্ক

২১ মার্চ, ২০১৭ ১৩:০৬

পর্তুগিজ বর্ষসেরা ফুটবলার রোনালদো

২০১৬ সালটা কেটেছে স্বপ্নের মতো। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর জাতীয় দলকে প্রথমবার এনে দিয়েছেন ইউরোর শিরোপা। পুরস্কার হিসেবে জিতেছেন এবারের ব্যালন ডি’অর। এবার পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

অনুমিতভাবেই পর্তুগালের বর্ষসেরা হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন রোনালদো। সোমবার রাতে পর্তুগিজ ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠান  ক্লাব সতীর্থ পেপে এবং স্পোর্টিং সিপির গোলকিপার রুই প্যাট্রিকোকে পেছনে ফেলে দেশের ফুটবলে সবচেয়ে ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতেছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

‘প্লেয়ার অব দ্যা ইয়ার’ জেতার পর রোনালদো বলেন, ‘গত মৌসুমটা আমার জন্য ছিল বিশেষ একটা বছর। কারণ দেশের হয়ে ইউরোর শিরোপা জেতা সত্যি বিশেষ কিছু। আর এর জন্য আমি পর্তুগালের জনগণকে ধন্যবাদ জানাই, কারণ শিরোপাটি জিততে তারাই আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত