স্পোর্টস ডেস্ক

২৩ মার্চ, ২০১৭ ১৯:৫০

টিকে থাকার লড়াইয়ে আর্জেন্টিনা, ব্রাজিলের লক্ষ্য বিশ্বকাপের টিকিট

বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব

আর্জেন্টিনা ও মেসিকে ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না। সর্বশেষ ১৯৭০ সালের বিশ্বকাপে বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। সেই দুঃস্মৃতি এবার ফিরে সম্ভাবনা দেখতে পাচ্ছেন অনেকে।

১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্টাইনরা। লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২০১৮ বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা পাবে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল। পঞ্চম দলটিকে খেলতে হবে প্লে-অফ। অবশ্য এখনও ছয়টি করে ম্যাচ বাকি থাকায় সরাসরি মূলপর্বে খেলার ভালো সম্ভাবনা আছে আর্জেন্টিনার।

সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আজ রাতেই মাঠে নামছে আর্জেন্টিনা। নিজেদের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০ পয়েন্ট নিয়ে চিলি আছে পয়েন্ট তালিকার ৪ নম্বরে।

একই রাতে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায়) বড় পরীক্ষায় নামছে আরেক ফেভারিট ব্রাজিলও। হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে তাদেরই মাঠে খেলতে নামবে ব্রাজিল। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষে আছে সেলেকাওরা। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের বিপক্ষে জিতলেই বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের।

মন্টেভিডিওতে দুর্বার ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষায় নিজেদের সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে পাচ্ছে না উরুগুয়ে। সুয়ারেজ নিষিদ্ধ থাকায় বাড়তি দায়িত্ব নিতে হবে এডিনসন কাভানিকে। অন্যদিকে, গ্যাব্রিয়েল জেসুস ইনজুরিতে পড়ায় ব্রাজিলের আক্রমণভাগে নেইমারের সঙ্গে থাকবেন ফিরমিনো ও ফিলিপ কুতিনহো।

চিলি ম্যাচের চারদিন পর জায়ান্টদের ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিত সমুদ্রপৃষ্ঠের অনেক ওপরে লাপাজে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ভেন্যুতে ২০০৫ সালের পর আর জয়ের দেখা পায়নি তারা।

লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় ২০ পয়েন্ট নিয়ে চিলি আছে চার নম্বরে। তিনে থাকা ইকুয়েডরের সংগ্রহও সমান ২০ পয়েন্ট। ইকুয়েডর যদি প্যারাগুয়ের মাঠে হেরে যায়, সেক্ষেত্রে চিলির বিপক্ষে জিতলে তিনে উঠে যাবে আর্জেন্টিনা। আবার চিলির কাছে হারলে নেমে যেতে পারে ছয় নম্বরে। বুয়েন্স আয়ার্সের রিভার প্লেট স্টেডিয়ামে মেসিরা তাই জয়ের জন্যই মাঠে নামবেন।

সূত্র: এএফপি, ওয়েবসাইট।

আপনার মন্তব্য

আলোচিত