ক্রীড়া প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০১৭ ০০:৪১

আমাদের ড্রেসিং রুমে ম্যাশ খুবই স্পেশাল: সাকিব

মাশরাফির জন্য জিততে চেয়েছিলো বাংলাদেশ। তাই হয়েছে। অধিনায়ককে জয় দিয়েই টি-টুয়েন্টি থেকে বিদায় জানিয়েছে দল। আর তাতে সবচেয়ে বড় ভূমিকা সাকিব আল হাসানের। ব্যাট বলে মুন্সিয়ানা দেখিয়ে ম্যাচ সেরা হবার পর জনিয়েছেন মাশরাফির প্রতি শ্রদ্ধার কথা।

পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে সাকিবের কথা, “তিনি এমন একজন, আমাদের ড্রেসিং রুমে যিনি খুবই স্পেশাল। আমি ক্রিকেট খেলা শুরুর আগে থেকেই তাকে চিনি। আমরা একই জায়গা থেকে এসেছি। ভাষায় প্রকাশ করতে পারব না এই দলের কতটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।”

“তার ভবিষ্যতের জন্য শুভকামনা। এখনও ওয়ানডে দলের অধিনায়ক। সেখানে বড় ভূমিকা রাখবেন সামনেও।”

ব্যাটিংয়ে ৩০ বলে করেছেন ৩৮। নতুন বলে নিজের প্রথম দুই ওভারেই উইকেটসহ তিন উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শ্রীলঙ্কায় প্রথম টি-টুয়েন্টির আগে টসের সময় এই ফরম্যাট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মাশরাফি। চালিয়ে যাবেন ওয়ানডে।

আপনার মন্তব্য

আলোচিত