স্পোর্টস ডেস্ক

১০ এপ্রিল, ২০১৭ ১০:৪৭

ইংল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্পে থাকছেন না সাকিব-মোস্তাফিজ

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে আগামী মাসে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ প্রতিযোগিতাকে সামনে রেখেই ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবে টাইগাররা। কিন্তু এই ক্যাম্পে থাকতে পারবেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

আইপিএলে সাকিব কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন। খেলার মধ্যে থাকবেন বলে তাদের কন্ডিশনিং ক্যাম্পে রাখা প্রয়োজন মনে করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান রোববার বলেছেন, ‘তারা (সাকিব ও মোস্তাফিজ) সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্পে থাকবে না। আইপিএল নিয়ে ব্যস্ত থাকবে তারা।’

আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। কন্ডিশনিং ক্যাম্প শেষ হবে ৬ মে। তার পরদিন আয়ারল্যান্ডের উদ্দেশে ইংল্যান্ড ছাড়বে মাশরাফির দল। ১২ মে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ডাবলিনে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব ও মোস্তাফিজ।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১ জুন। প্রথম দিনেই বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

সূত্র- বিডিক্রিকটিম।

আপনার মন্তব্য

আলোচিত