স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০১৭ ১৪:০১

ছেলের নাম লেখা ব্যাটে আসে মাহমুদুল্লাহ রিয়াদের সেই মহাকাব্যিক শতক

নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মহাকব্যিক জয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিবকে সঙ্গে নিয়ে গড়েন ২২৪ রেকর্ড জুটি। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরির পর সাকিব উদযাপন না করলেও মাহমুদুল্লাহ ছিলেন কিছুটা আবেগী। ড্রেসিং রুমের দিকে তাকিয়ে ব্যাটে কিছু একটা লেখা দেখাচ্ছিলেন আঙুল দিয়ে।

এরপরই শুরু হয় উদযাপনের আড়ালের গল্প নিয়ে আলোচনা। পরে মাহমুদুল্লাহ নিজেই জানিয়েছেন, ব্যাটে শিশু সন্তান নিজের নাম লিখে দিয়েছিল। আর বাবাকে বলে দিয়েছিল, 'ব্যাটটা দিয়ে খেলো, ভালো খেলতে পারবা।' মাহমুদউল্লাহ সেই ব্যাট দিয়ে খেলেই তুলে নেন অসাধারণ এক সেঞ্চুরি, সেই সাথে দলকে বাঁচান টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার হাত থেকে।

এর আগে ২০১৫ বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরির পর গ্যালারির দিকে ফিরে চুমু ছুড়েছিলেন মাহমুদউল্লাহ। দুই হাতের আঙুল এক করে ‘হৃদয়ে’র আকৃতি বানিয়ে দেখিয়েছিলেন। ওই সময় ব্যাপারটি নিয়ে আলোড়ন সৃষ্টি হলেও সেটি নিয়ে তখন তেমন কিছু বলেননি মাহমুদুল্লাহ।

আপনার মন্তব্য

আলোচিত