ক্রীড়া প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০১৭ ০২:০৫

বিপিএলের পঞ্চম আসরে নাসিরের গন্তব্য সিলেট সিক্সার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতিয়েছেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। বিপিএলের পঞ্চম আসরকে সামনে রেখে নতুন দলে যোগ দিয়েছেন নাসির। তার গন্তব্য এক আসর বিরতি দিয়ে নতুন রুপে ফেরা সিলেট।

নাসিরের দলে অন্তুর্ভুক্তির বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট সিক্সার্সের ফ্রাঞ্চাইজির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ। গত আসরে অংশ না নেয়া সিলেটের এবার মালিকানায় পরিবর্তন এসেছে।

এবারের আসরে তারা ‘সিলেট সিক্সার্স’ নামে অংশ নেবে তারা। দলের দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রীর ছেলে ও ক্রীড়া সংগঠক, সমাজসেবি শাহেদ মুহিত। বিপিএলের পঞ্চম আসরে আইকন ক্রিকেটার হিসেবে তারা বেঁছে নিয়েছেন হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে।

নতুন দল হিসেবে বিপিএলে অংশ নেয়ায় সিলেট সিক্সার্সকে প্লেয়ার্স ড্রাফটের ক্রিকেটারদের তালিকা থেকে তিনজন ক্রিকেটার বাছাই করে নেয়ার সুযোগ দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। সেই সুযোগেই তারা ঢাকা ডায়নামাইটস তারকা নাসিরকে দলে ভিরিয়েছেন।

নাসিরের আগে তারা দলে নিয়েছে গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। নাসির, সাব্বির রহমান, সোহান ছাড়াও সিলেটের হয়ে এবার বিপিএল মাতাবেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে তারকা বহুল দল গড়ার দিকে মন দিয়েছে সিলেট সিক্সার্স। বিদেশি ক্রিকেটারের মধ্যে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, লিয়াম ডসন, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারদের মতো ক্রিকেটার দলে অন্তর্ভুক্তি করেছে তারা।

স্থানীয় ক্রিকেটারের মধ্যে অলক কাপালি, আবুল হাসান রাজুকেও দলে নিয়েছে সিলেট। এদিকে, আগামী রোববার সংবাদ সম্মেলনে নিজেদের লোগো উন্মেচন করা হবে বলে জানিয়েছেন দলটির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ। সেদিন দল নিয়ে নিজেদের পরিকল্পনার কথাও জানাবেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত