স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:৫৩

বৃষ্টি শেষে তৃতীয় দিনের খেলা শুরু

ছবি: ক্রিকইনফো

বৃষ্টির কারণে তৃতীয় দিনের পুরো একটা সেশন নষ্ট হয়েছে। এতে অবশ্য অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশের লাভটাই বেশি হয়েছে। বৃষ্টি শেষে অবশ্য খেলা আবার শুরু হয়েছে। গতকালের ২ উইকেটে ২২৫ রান নিয়ে আবার মাঠে নেমেছে অস্ট্রেলিয়া।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ২৪৫/২। ওয়ার্নার ৯৫ ও হ্যান্ডসকম্ব ৮১ রানে অপরাজিত রয়েছেন।

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। গতকাল অসি ইনিংসে প্রথম আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে ওপেনার ম্যাট রেনশকে সাজঘরে ফেরান তিনি। এরপর অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটে ইনিংস গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় উইকেট জুটিতে ৯৩ রান যোগ করেন তাঁরা।  জুটিটা ভাঙেন তাইজুল। নিজের প্রথম বলেই স্মিথকে বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। ৯৪ বলে ৫৮ রান করেন অসি অধিনায়ক।

এদিকে আগের দিন ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম্ব তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেন। এই দুজন তৃতীয় উইকেটে মঙ্গলবার পর্যন্ত যোগ করেন ১২৭ রান। ওয়ার্নার ৮৮ ও হ্যান্ডসকম্ব ৬৯ রান নিয়ে ফের ব্যাটিং শুরু করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত