ক্রীড়া প্রতিবেদক

০২ অক্টোবর, ২০১৭ ১৯:৩১

তৃতীয় ওয়ানডেতে জিতে সিরিজে সমতায় ফিরলো আফগানিস্তান

অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো আফগানিস্তান।

সোমবার (২ অক্টোবর) সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের হারিয়ে ৫ উইকেটে জিতেছে আফগানরা।

টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ নাভীন-উল-হক ও তারিক স্তানিকজাইয়ের বোলিংয়ের তোপের মুখে পরে  ৩০.৪ ওভারে মাত্র ৭৫ রানে অলআউট স্বাগতিকরা। অধিনায়ক সাইফ হাসান (২২) ও মাহিদুল ইসলাম অঙ্কন (২৫) ছাড়া আরও কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

নাভীন ৩টি ও তারিক ২টি উইকেট নেন।

মাত্র ৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রাথমিক ভাবে বিপদে পড়েছিল আফগানিস্তানও। টানা তিন ওভারে ১২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। তবে দারউইশ রাসুলির অপরাজিত ৩৫ রানে জয় সহজেই ধরা দেয় সফরকারীদের হাতে। ১৭.২ ওভারে ৫ উইকেটে ৮১ রান করে আফগানিস্তান।

নাসিরুল হকের ব্যাট থেকে আসে ১৫ রান। টাইগার যুবাদের নাঈম ২টি এবং অনীক, মনিরুল ও আফিফ একটি করে উইকেট দখল করেন।

এই জয়ে তিন ম্যাচ শেষে ১-১ এ সমতা ফেরালো আফগানিস্তান। জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

একই মাঠে সিরিজের চতুর্থ ওয়ানডে হবে ৪ অক্টোবর।

আপনার মন্তব্য

আলোচিত