স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৭ ২০:৪৭

আমি কেন সরে যাব, ক্রিকেট ব্যক্তিগত কোনো খেলা না: মুশফিক

“আমি কেন সরে যাব? এটা তো ব্যক্তিগত কোনো খেলা না, দলীয় খেলা। অবশ্যই অধিনায়ক হিসেবে সব ব্যর্থতায় দায় আমার দিকেই আসবে। আমি সেটা নিচ্ছিও। দেশকে নেতৃত্ব দেওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি গর্বিত। এটা হবে বোর্ডের সিদ্ধান্ত। কারণ, তারাই আমাকে এনেছে।”

জবাবটা এভাবেই দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলীয় বাজে পারফম্যান্সের কারণে অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন চলার সময়ে নিজের প্রতিক্রিয়া জানান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম এ অধিনায়ক।

ব্লুমফন্টেইন টেস্টে ইনিংস হারের পর সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নবানের মুখে পড়েন মুশফিক।

টেস্ট অধিনায়ক বললেন, 'আমাকে সরানো হবে কি না এই সিদ্ধান্তের ভার বোর্ডের ওপর। তারাই আমাকে এই সম্মান, দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমি সততার সঙ্গে আমার সেরা চেষ্টা করেছি। তারা যদি সন্তুষ্ট না হয় তাহলে সিদ্ধান্ত নিতে পারে। '

“আমাকে সরানো হবে কি না এই সিদ্ধান্তের ভার বোর্ডের ওপর। তারাই আমাকে এই সম্মান, দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমি সততার সঙ্গে আমার সেরা চেষ্টা করেছি। তারা যদি সন্তুষ্ট না হয় তাহলে সিদ্ধান্ত নিতে পারে।”

“যা ঘটেছে আমি প্রথম দিনের খেলা শেষে কথা বলতে এসে কেবল তারই বর্ণনা দিয়েছি। যদি কেউ আমার মন্তব্যে খুশি না হয় তাদের অধিকার আছে আমার বা দলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার।”

ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনের খেলা শেষে এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেছিলেন, কোচদের চাওয়ায় সীমানায় ফিল্ডিং দিতে হয় তাকে। তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। আজ শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দুই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, দলের এবং নিজের বাজে পারফর্মেন্স মিলিয়ে আলোচনা-সমালোচনা চলছে সকল মহলে।

কোচের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা ওঠেছে। মুশফিক জবাব দিলেন না সরাসরি। জানালেন, “এটা তার কাছ থেকে জানাই ভালো (কোচের সঙ্গে সম্পর্ক)। আমি সব সময়ই আমার চেষ্টা করি। টিম ম্যানেজমেন্টও তাদের দিক থেকে তাদের সেরা চেষ্টা করে।”

“আমি মনে করি, যখন দল ভালো করে তখন সব কৃতিত্ব যায় টিম ম্যানেজমেন্টের দিকে। যখন দল ভালো করে না, তখন সব দায় এসে পড়ে অধিনায়কের ওপর। পরে যে-ই আসুক আশা করি, বাংলাদেশ গত দুই টেস্টে যা করেছে, আশা করি তার চেয়ে অনেক ভালো করবে।”

মুশফিকের মতে, দলের সাফল্যের কৃতিত্ব বা ব্যর্থতার দায়, দুটিই সবার।

“আমাদের যে কোচ আছে, তিনি আসার পর থেকে এত সাফল্য পাচ্ছে বাংলাদেশ দল… এটা তো আমার একার কৃতিত্ব না, কোচেরও না। এটা সবার সম্মিলিত প্রচেষ্টা। গত তিন বছরে বোর্ডও অনেক সহায়তা করেছে। মাঠ আর মাঠের বাইরে সবার কম্বিনেশন ঠিক না থাকলে আসলে ফল আসে না। সবার সম্পর্ক খুব ভালো বলেই আমরা ফল পাচ্ছিলাম।”

“দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুয়েকজন সেরা খেলোয়াড় এখানে খেলেনি। এটা একটা বড় ধাক্কা হয়ে এসেছে। ব্যাটিং ইউনিটের জন্য এটা স্বাভাবিক। এমনও দুই-তিনজন ব্যাটসম্যান এখানে খেলেছে, যারা নিশ্চিত না তারা পরের টেস্ট খেলবে কি না। এরকম হলে তাদের জন্য কঠিন হয়ে যায়। আমি হতাশ এই কারণে যে আমাদের সামর্থ্যের পুরোটা আমরা দেখাতে পারিনি।”

আপনার মন্তব্য

আলোচিত