স্পোর্টস ডেস্ক

২৮ মে, ২০১৫ ১৪:২৯

আমেরিকা সত্য প্রকাশ করেছে : ম্যারাডোনা

বরাবরই ফিফা প্রেসিডেন্ট সেফ ব্ল্যাটারের কঠোর সমালোচক আজেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী নায়ক দিয়েগো ম্যারাডোনা।

দু’দিন আগেও ব্ল্যাটারকে ‘একনায়ক’ ‘স্বৈরাচারী’ বলে আখ্যায়িত করে তিনি বলেছিলেন, ‘দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ব্ল্যাটার যদি আবারও নির্বাচন করে এবং ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তাহলে তা আমাদের জন্য লজ্জার।’

ম্যারাডোনার এমন মন্তব্যের পর দু’দিন যেতে না যেতেই বেরিয়ে পড়ল থলের বিড়াল। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের অনুরোধে ফিফার শীর্ষ সাত কর্মকর্তাকে গ্রেফতার করে সুইজারল্যান্ড পুলিশ। এ ঘটনার পর আবারও সরব হলেন ম্যারাডোনা।

আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তী বলেন, ‘এবার তো প্রমান হলো, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির প্রতি কেন আমি বরাবর এতটা সরব ভুমিকা পালন করছি। আমি মনে করি, আমেরিকা এ ক্ষেত্রে সত্য উদঘাটনে বড় ধরনের ভূমিকা রেখেছে। তাদের দেওয়া তথ্যমতেই দুর্নীতিবাজদের গ্রেফতার করেছে পুলিশ।’

রেডিও লা রেডকে ম্যারাডোনা বলেন, ‘মানুষ বলে আমি নাকি উত্তেজিত। কিন্তু আজ (গতকাল, বুধবার) আমেরিকার এফবিআই সত্যিটা উদঘাটন করে দিয়েছে। আমেরিকা অসাধারণ একটি কাজ করে দিয়েছে। এখন মানুষ বুঝুক আসলে ফিফাতে কী ঘটে আসছিল। সত্যিটা আরও বের হয়ে আসবে আর আমি এসবকেই আমি আমার ব্যাক্তিগত অর্জণ বলে মনে করব।’

আপনার মন্তব্য

আলোচিত