স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৭ ১৩:৫৬

‘দ্যা বেস্ট’ ভোটে রোনালদো ৩৪০, মেসি ৫৫

টানা দ্বিতীয়বার এবং পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার ‘দ্যা বেস্ট’ এর ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বি লিওনেল মেসিকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভোটাভুটিতে ক্রিশ্চিয়ানো রোনালদো যেখানে ভোট পেয়েছেন ৩৪০ সেখানে লিওনেল মেসি পেয়েছেন মাত্র ৪৫ ভোট। এদিকে, এই দুজনের বাইরে নেইমার পেয়েছেন ১৫ ভোট।

ফিফা বর্ষসেরায় এবার কোচ, অধিনায়ক ও সাংবাদিক মিলে ৪৫৯ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ৩৪০ জন তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন রোনালদোকে। মেসিকে বেছে নিয়েছেন ৫৫ জন। ১৫ জন বেছে নিয়েছেন নেইমারকে।

ফিফা বর্ষসেরায় ফুটবল সংস্থাটির সদস্য দেশগুলোর তিনজন সদস্য ভোট দিয়ে থাকেন। ফিফার বেছে দেওয়া ২৪ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে নিজের পছন্দের তিনজনকে বেছে নিতে হয়। এক, দুই, তিন এভাবে সেরার ক্রম নির্ধারণ করেন ভোটাররা। প্রথম পছন্দের প্রার্থী পান ৫ পয়েন্ট, দ্বিতীয়জন ৩, তৃতীয়জন ১। এভাবে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়টি নির্বাচিত হয় বর্ষসেরা।

রোনালদোকে যেমন ৫৭ জন তাদের দ্বিতীয় সেরা হিসেবে বেছে নিয়েছেন। আর তৃতীয় সেরা হিসেবে বেছে নিয়েছেন ১৭ জন। রোনালদোর মোট পয়েন্ট ছিল ১৭০০ (৩৪০ × ৫) + ১৭১ (৫৭ × ৩) + ১৭ (১৭ × ১) = ১৮৮৮।

অন্যদিকে, মেসিকে দ্বিতীয় সেরা হিসেবে বেছে নিয়েছেন ১৫৬ জন। তৃতীয় সেরা হিসেবে ৮০ জন। মেসির মোট পয়েন্ট দাঁড়িয়েছে ২৭৫ (৫৫ × ৫) + ৪৬৮ (১৫৬ × ৩) + ৮০ (৮০ × ১) = ৮২৩। পয়েন্টেও রোনালদো মেসিকে ১০৬৫ ব্যবধানে হারিয়েছেন।

পয়েন্টের ভিত্তিতেই সেরা তিনে ছিলেন নেইমার। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়টিকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন ১৫ জন। দ্বিতীয় সেরা হিসেবে নেইমার ভোট পেয়েছেন ৫০ জনের। তৃতীয় সেরার ভোট দিয়েছেন ৭৩ জন। নেইমার মোট পেয়েছেন ৭৫ + ১৫০ + ৭৩ = ২৯৮ পয়েন্ট।

রোনালদো-মেসি-নেইমার ছাড়া আর কেউ এখানে দুই অঙ্কের বেশি ভোট পাননি।

প্রথম পছন্দের ভোট পেয়েছেন কে কত:
রোনালদো ৩৪০; মেসি ৫৫; নেইমার ১৫; বুফন ৮; টনি ক্রুস ৭; অবামেয়াং ৬; রামোস ৬; লুকা মডরিচ ৫; লুইস সুয়ারেজ ৪; কান্তে এন’গোলো ৩; ইব্রাহিমোভিচ ২; লেভানডফস্কি ২; নাভাস ২; নয়্যার ২; হ্যাজার্ড ১ এবং হ্যারি কেন ১।

আপনার মন্তব্য

আলোচিত