ক্রীড়া প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০১৭ ২১:২৫

বিপিএলে সিলেটের ২০৫ রানের পাহাড়সম সংগ্রহ

বিপিএলের ষষ্ঠ ম্যাচে মাঠে নেমেছে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে দারুণ ছন্দে থাকা সিলেট সিক্সার্স। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজে থাকা সিলেট আজ রান পাহাড় গড়েছে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য রাজশাহীকে করতে হবে ২০৬ রান।

টস হেরে সিলেটের হয়ে ওপেন করতে আসেন উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। দু'জনে মিলে ১০১ রানের জুটি গড়েন। যা সিলেটকে বড় সংগ্রহের পথে অনেকখানি এগিয়ে দেয়।

ওপেনিং জুটির ফ্লেচার ৪৮ রানে আউট হয়ে ফিরে যাবার অল্প সময়ের মধ্যেই বিপিএলের এবারের আসরের টানা তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়ে উপুল থারাঙ্গাও (৫০) সাজঘরে ফেরেন। সিলেটের হয়ে তৃতীয় সর্বোচ্চ করেন গুনাথিলাকা। ২২ বল খেলে তিনি ৪২ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন।

রাজশাহীর হয়ে ক্যাসরিক উইলিয়ামস ৪ ওভার বল করে দুটি উইকেট নিয়েছেন। ফরহাদ রেজা ও ফ্রাঙ্কালিন একটি করে উইকেট পেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত