স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর, ২০১৭ ২০:১০

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে পাপনের পছন্দ সুজন

প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনের সম্ভাবনা দেখছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

সোমবার বিসিবি প্রধান জানালেন তার পছন্দের কথা। নাজমুল হাসান বললেন, “পরবর্তী সিরিজ শুরু হওয়ার আগে যদি আমরা কোনো বাইরের কোচ না আনি বা চূড়ান্ত করতে না পারি, তাহলে অবশ্যই আমাদের স্থানীয় কেউ কোচ হবে। এখানে খালেদ মাহমুদ আছে, তার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাকেই দায়িত্ব দেয়া হবে।”

এদিকে, চন্দিকা হাথুরুসিংহে পদত্যাগপত্র পাঠানোর পর তার সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেনি বিসিবি। তবে হাথুরুসিংহে যে থাকছেন না, সেটি অনেকটাই নিশ্চিত। আলোচনা চলছে তাই পরবর্তী কোচ নিয়ে। অনেকের সঙ্গে যোগাযোগও করছে বিসিবি।

এরআগে খালেদ মাহমুদ জানিয়েছেন, দায়িত্ব পেলে সানন্দেই তা নেবেন তিনি। সাবেক এই অধিনায়ক বিসিবির আগের ও বর্তমান কমিটির পরিচালক। জেমি সিডন্সের সময় ছিলেন জাতীয় দলের সহকারী কোচ।

আপনার মন্তব্য

আলোচিত