স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৭ ২১:৪৫

চার ‘গোল্ডেন বুট’ নিয়ে রোনালদোর পাশে মেসি

ইউরোপিয়ান ফুটবলে এবারের ‘গোল্ডেন বুট’ জিতেছেন লিওনেল মেসি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেসির হাতে তুলে দেওয়া হয় এপুরষ্কার। এনিয়ে চারবার ‘গোল্ডেন বুট’ জিতলেন বার্সেলোনার এ প্লেমেকার। একই সঙ্গে ধরে ফেললেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদোকে, চারটি ‘গোল্ডেন বুট’ আছে পর্তুগালের এই তারকা ফুটবলারেরও।

লা লিগায় গত মৌসুমে ৩৪ ম্যাচে ৩৭ গোল করেছেন লিওনেল মেসি।

এরআগে ২০১০, ২০১২ ও ২০১৩ সালে মহাদেশীয় এই ‘গোল্ডেন বুট’ জেতেন মেসি।

ঘরোয়া শীর্ষ লিগে গোলের তালিকায় মেসির পরের স্থানেই আছেন স্পোর্তিংয়ের স্ট্রাইকার বাস দস্ত। পর্তুগালের শীর্ষ লিগে নেদারল্যান্ডসের এই খেলোয়াড় করেন ৩৪ গোল।

৩১ গোল নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

৩০ গোল নিয়ে চতুর্থ স্থানে বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

২৯ গোল নিয়ে পঞ্চম স্থানে আছেন বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেস।

২০০৮, ২০১১, ২০১৪ ও ২০১৬ সালে ‘গোল্ডেন বুট’ জেতা রোনালদো গত মৌসুমে স্পেনের শীর্ষ লিগে করেন ২৫ গোল।

আপনার মন্তব্য

আলোচিত