সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৭ ২২:৫১

উইকেটের সমালোচনা করায় তামিমকে বিসিবির চিঠি

বিপিএলে শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের ম্যাচ শেষে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনামূখর হয়েছিলেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম ইকবাল। তবে তামিম ইকবালের যেভাবে সমালোচনা করেছেন তার ধরণ পছন্দ হয়নি বিসিবির।

সিনিয়র খেলোয়াড় ও বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ একজন ক্রিকেটারের সমালোচনার ধরণে বিরক্ত বিসিবি। বিসিবি কর্মকর্তারা বা তামিম বিষয়টা স্বীকার না করলেও, একটি সূত্র থেকে জানা গেছে, উপরোক্ত কারণে তামিমকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড! সতর্ক করা হয়েছে এ ওপেনারকে।

শনিবার ম্যাচে প্রথমে ব্যাট করে মাশরাফির রংপুর রাইডার্স মাত্র ৯৭ রান তুলে। জবাবে ৩ বল বাকি থাকরে ৭ উইকেট হারিয়ে কনোমতো জয় পায় তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইকেটকে ‘ ভয়ঙ্কর’ বলে মন্তব্য করেন তামিম।

পরে সংবাদ সম্মেলনে আরো বেশি সমালোচনা মুখর হয়ে ওঠেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক। এক পর্যায়ে তামিম বলেন,‘ যিনি উইকেট বানিয়েছেন তাকে ডেকে জিজ্ঞাস করা  উচিৎ।’ তামিম আরো বলেন,‘ সব সময় অজুহাত দেওয়া হয় যে বেশি খেলা থাকায় মিরপুরের উইকেট ভালো থাকে না। অথচ মাঝে ১০ দিন খেলা না হলেও এমন উইকেট! সবচেয়ে হতাশাজনক, এত দর্শক দেখলো ৯৭ রান তাড়া করে শেষ ওভারে জয়। এমন জঘন্য উইকেটে ক্রিকেট খেলাই মুশকিল। হারলেও আমি একই কথা বলতাম।’

বিরক্ত তামিম বলেন, ‘টি-টোয়েন্টিতে একটা মাঠের গড় রান মাত্র ১৪৮! এখানে কীভাবে ভালো কিছু আশা করা যায়। এমন না যে মিরপুরে কখনও ভালো উইকেট খেলা হয়নি। ভালো উইকেট বানানোর সামর্থ্য আমাদের আছে। কিন্তু বিপিএল এলে উইকেটের যে কি হয়, বুঝতে পারি না। উত্তরটা বোধহয় কিউরেটর গামিনি ডি সিলভাই দিতে পারবেন।’

উইকেট নিয়ে বিরক্ত রংপুরের অধিনায়ক মাশরাফি বলেন, ‘এ ধরনের উইকেটে টি-টোয়েন্টি খেলা খুব কঠিন। বিশেষ করে চট্টগ্রামে ভালো উইকেটে খেলে আসার আসার পর এমন উইকেট অপ্রত্যাশিত। আমরা জানি, এখানে টস হারলে বোলিং টিম সুবিধা পায়। কিন্তু এত সুবিধা পাবে যে গুড লেন্থ বলই মাথার ওপর দিয়ে চলে যাবে!’

অবশ্য উইকেট নিয়ে তামিম- মাশরাফির সঙ্গে একমত নয় বিসিবি। অন্যতম পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ ব্যাপারে বলেন,‘ চট্টগ্রাম ও ঢাকার উইকেটে বেশ পার্থক্য আছে। তবে আমি মনে করি, উইকেট মোটেও দুর্বোধ্য নয়। একই উইকেটে একটা দল ২০৫ রান করেছে, অথচ আরেকটা দল ৯৭ রানেই অলআউট। তার মানে একটা দল সফল হলেও আরেকটা দল ব্যর্থ হয়েছে। ব্যর্থ দলটির ব্যাটসম্যানদের অ্যাপ্লিকেশনে হয়তো সমস্যা ছিল।’

জানা গেছে, উইকেট নিয়ে সমালোচনা করলেও মাশরাফির সমালোচনার ধরণ স্বাভাবিকভাবেই নিয়েছে বিসিবি। অন্যদিকে উইকেট নিয়ে তামিম একটু বেশিই মন্তব্য করে ফেলেছেন। যেটা বিসিবির কোড অব কন্ডাকের সঙ্গে পুরোপুরি যায় না। আর এ কারণেই তামিমকে সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত