ক্রীড়া প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০১৭ ০০:০৬

ফাইনালে গেল মাশরাফির রংপুর

জনসন চার্লসের সেঞ্চুরি আর ব্যান্ডন ম্যাককালামের ব্যাটিং তাণ্ডবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ওঠেছে রংপুর রাইডার্স।
 
রংপুরের করা ১৯২ রানের জবাবে কুমিল্লা শেষ বলে অলআউট হয়েছে ১৫৭ রানে। এরমাধ্যমে ৩৬ রানে জিতে মাশরাফির দল।

মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে রংপুর রাইডার্স মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের।

রোববার অনেক নাটকের পর ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রানে থেমেছিল রংপুর। সোমবার ম্যাচ শুরু হয় ওখান থেকে। প্রথম দুই ওভারে মাত্র ৬ রান আসে। দশম ওভারে গ্রায়েম ক্রেমারের ওপর চড়াও হলেন চার্লস-ম্যাককালাম; আসে দুই ছক্কাসহ ১৭ রান।

পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে নিষ্প্রভ চার্লস ৫ ম্যাচে করেছিলেন ৩৮ রান। সেই চার্লস ৯ চার ও ৭ ছক্কায় তুললেন ১০৫! ক্রিস গেইলের পর এবারের বিপিএল দ্বিতীয় সেঞ্চুরি।
 
চার্লস যখন খুনে মেজাজে তখন কি নিজের জাত চেনাবেন না ম্যাককালাম? হয় নি ওসব! ছক্কার পর ছক্কা মেরেছেন, ৯ ছক্কায় সাজিয়েছেন ইনিংস। সঙ্গে এক চারে ৪৬ বলে ৭৮ রান করে আউট হন তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে ১৫১ রান তুলে হাসান আলীর বলে আউট হন ম্যাককালাম। শেষ ১১ ওভারে ১৩১ রান তুলেছে রংপুর!

রান তাড়া করতে নেমে তামিম ইকবাল ঝড়ের ইঙ্গিত দিয়েও পারেননি। ১৯ বলে ৩৬ রান করে আউট হন এই ওপেনার। ইমরুল কায়েস রান না করেই ফিরে গেছেন। শোয়েব মালিক ১৪ বলে করেন ১০ রান। লিটন দাশ আশা জাগিয়েও আউট হন ৩৯ রানে।

জশ বাটলার ১৬ বলে ২৬, মারলন স্যামুয়েলস ৩০ বলে ২৭ রান করেন; যা  কুমিল্লার ফাইনালের আশা শেষ করে দেয়।

আপনার মন্তব্য

আলোচিত