স্পোর্টস ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০১৭ ২০:৩৬

এবার ৫৩টি স্কুল নিয়ে হবে স্কুল ফুটবলের আসর

আসছে নতুন বছরের ফেব্রুয়ারিতে ৫৩টি স্কুলের অংশগ্রহণে মাঠে গড়াবে স্কুল ফুটবলের এবারের আসর।

শনিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাকক্ষে বিজন বড়ুয়ার নেতৃত্বে স্কুল ফুটবল কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রথম রাউন্ড অঞ্চলভেদে আট ভাগে ভাগ করা হবে। প্রতি রাউন্ডের সেরা দলগুলোকে নিয়ে হবে ফাইনাল রাউন্ড। প্রতিটি স্কুল তাদের দলে রাখতে পারবে সর্বোচ্চ ২০ জন করে খেলোয়াড়।

আরও সিদ্ধান্ত হয়, বয়স নিয়ে বিতর্ক এড়াতে স্কুলগুলোকে আনতে বলা হবে খেলোয়াড়দের জন্ম নিবন্ধন পত্র ও পরীক্ষার প্রবেশ পত্র।

বাফুফে জানায়, দেশের ফুটবলে সুদিন ফেরানোর চেষ্টায় থাকা ফেডারেশন ভবিষ্যতের তারকা খুঁজে বের করতে এ টুর্নামেন্টের দিকে বিশেষ নজর রাখবে। মেধাবী খেলোয়াড়দের খুঁজে পেলে তাদের আনা হবে বিশেষ সুযোগ-সুবিধার আওতায়।

আপনার মন্তব্য

আলোচিত