সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৮ ১৭:৩৪

২০১৮ সালে টাইগারদের সামনে ব্যস্ত সূচি

নতুন বছরের শুরুতেই ব্যস্ততায় কাটবে বাংলাদেশের ক্রিকেট। ২০১৭ সালের মতো ২০১৮ সালেও ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য।

জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার পর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সাকিবরা। এরপর দেশের বাইরের চ্যালেঞ্জ শুরু হবে। টানা চারটি সিরিজ দেশের বাইরে খেলতে হতে পারে টাইগারদের। শুরুটা হবে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ‘নিদাহাস ট্রফি’ দিয়ে। সেখানে স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর প্রায় দুই মাস আন্তর্জাতিক খেলা থাকবে না। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে লাল-সবুজ বাহিনী। তবে এই সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয় নি।

সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ। যদিও এশিয়া কাপ হবার কথা ভারতে, তবে বাংলাদেশেও হবার সম্ভাবনা আছে। এশিয়া কাপ শেষ করে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটা হবে টাইগারদের দ্বিতীয় সফর। এর আগে ২০০৩ সালে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়ার দুইটি টেস্টের পাশাপাশি তিনটি একদিনের ম্যাচ খেলবে টাইগাররা।

দেশে ফিরে এক মাসের বিরতি পাবে বাংলাদেশ। এরপর ঘরের মাটিতে সিরিজ দিয়ে বছর শেষ করবে। নভেম্বর–ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সাথে ফিরতি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে লাল-সবুজ বাহিনী।

এদিকে জানুয়ারিতে হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এরপর ফেব্রুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আর অক্টোবর-নভেম্বরে বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

এক নজরে দেখে নিন ২০১৮ সালে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি (সময়, প্রতিপক্ষ ও সিরিজ-টুর্নামেন্ট):

জানুয়ারি    : বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে  মিরপুরে ত্রিদেশীয় সিরিজ
ফেব্রুয়ারি   : শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ- –মিরপুর, চট্টগ্রাম, সিলেটে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ
মার্চ          : শ্রীলঙ্কা ও ভারত –ও বাংলাদেশকে নিয়ে কলম্বোয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ
জুন          : ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। এখনো ক্যারিবিয়ান সফরে যাওয়ার সূচি চূড়ান্ত নয়
সেপ্টেম্বর   : এশিয়া কাপ- সূচি এখনও ঠিক হয়নি
সেপ্টেম্বর   : অস্ট্রেলিয়া সফরে ২টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
নভেম্বর ও ডিসেম্বর :  ওয়েস্ট ইন্ডিজ – বাংলাদেশ সফর করবে। ক্যারিবীয়দের পূর্ণাঙ্গ বাংলাদেশ সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেনি।

আপনার মন্তব্য

আলোচিত