সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৮ ২২:৩২

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছে সাফ জয়ী মেয়েরা

ছবি: ডেইলিষ্টারডটনেট/বাংলা

ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে গত বছরের শেষটা দারুণভাবে রাঙিয়ে দিয়েছে বাংলাদেশ কিশোরী নারী ফুটবল দল। দারুণ সাফল্য পাওয়া নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৪ ডিসেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ দল।

দলের সাফল্যে প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মেয়েদের গণভবনে সংবর্ধনা দেবেন। পাশাপাশি দলের প্রত্যেক সদস্যেকেও সংবর্ধিত করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড়-কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার এই সংবর্ধনা অনুষ্ঠান। তাই আমরা সব খেলোয়াড় ও কর্মকর্তাকে ঢাকায় আসতে বলেছি।

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ ফুটবলাদের চরম হতাশার মাঝে এই সাফল্য দেশের ফুটবলে নতুন একটি মাত্রা যোগ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত