ক্রীড়া প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০১৮ ১৩:০৯

৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরে গেছেন এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ। সুরঙ্গা লাকমাল একাই তুলে নিয়েছেন তিনটি উইকেট। রান আউট হয়েছেন সাকিব।

১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ৪২ রান। ব্যাট করছেন মুশফিকুর রহীম (১০*) ও সাব্বির (১*)।

গত ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার আবুল হাসান রাজু।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় আগে ব্যাটিং করে বাংলাদেশ পেয়েছিল ওয়ানডেতে নিজদের সবচেয়ে বড় জয়। ৩২১ রানের লক্ষ্য দিয়ে জিতেছিল ১৬৩ রানে।

গ্রুপ পর্বের শেষ এ ম্যাচটি জিতলে ফাইনালে উঠবে শ্রীলঙ্কা। হারলেও শ্রীলঙ্কার (-০.৯৮৯) ফাইনালে ওঠার পথ খোলা থাকবে তবে সে ক্ষেত্রে জিম্বাবুয়ের (-১.০৮৭) চেয়ে নিট রানরেটে এগিয়ে থাকত হবে দিনেশ চান্ডিমালের দলকে।

৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পয়েন্ট ৪ করে।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, লাকশান সান্দাকান, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমল।

আপনার মন্তব্য

আলোচিত