স্পোর্টস ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৮ ১২:১৬

যুব বিশ্বকাপে শিরোপা স্বপ্ন শেষ বাংলাদেশের

যুব বিশ্বকাপের কোয়র্টার-ফাইনালে ভারতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। কুইন্সটাউনে শুক্রবার ভারতের ২৬৫ রানের বিপরিতে বাংলাদেশ করতে পারে মাত্র ১৩৪। ফলে ১৩১ রানের ব্যবধানে পরাজিত হয়ে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশের যুবারা।

টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে শুরুতে ধাক্কা দিছিলেন রবিউল হক। ম্যাচের চতুর্থ ওভারে তুলে নেন ভারতীয় ওপেনারর মনজোত কারলাকে। দ্বিতীয় উইকেটেই সেই ধাক্কা সামাল দেয় ভারত। পৃথ্বি শ ও শুবমান গিল গড়েন ৮৬ রানের জুটি। অধিনায়ক পৃথ্বিকে ৪০ রানে বোল্ড করেন বাঁহাতি পেসার কাজি অনিক।

তৃতীয় উইকেটে গিল ও হার্ভিক দেসাই গড়েন ৭৪ রানের জুটি। দেসাইকে ৩৪ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাঈম হাসান। এই অফ স্পিনার পরে ফিরিয়ে দেন মূল বাধা হয়ে থাকা গিলকেও। আগের ম্যাচে ৯০ রান করা গিল এবার করেন ৮৬।

শেষের দিকেবাংলাদেশের বোমারেরা ভারতকে চেপে ধরেন। এক পাশে উইকেট পড়ছিল নিয়মিত,কিন্তু আরেক পাশে ভারতকে টেনে নেন অভিষেক শর্মা। শেষ পর্যন্ত ৪৯ বলে ৫০ করেন অভিষেক। তবে ভারত অলআউট হয় ২৬৫ রানে।

জবাবে বাংলাদেশের ওপেনার পিনাক ঘোষ ছাড়া আর কেউ কিছু করতে পারেন নি।আউট হয়েছেন ৭৫ বলে ৪৩ রানে।

ফিফটির পর বাঁহাতি স্পিনে ২ উইকেট নিয়েছেন অভিষেক। তবে ৮৬ রানের ইনিংসটিতে ম্যাচ সেরা গিল।

সেমি-ফাইনালে মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। আগের দিন আরেক সেমি-ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাংলাদেশ খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনূর্ধ্ব-১৯: ৪৯.২ ওভারে ২৬৫ (পৃথ্বি ৪০, কারলা ৯, গিল ৮৬, দেসাই ৩৪, পরাগ ১৫, অভিষেক ৫০, নাগারকোটি ৫, অনুকুল ২, মাভি ৫, শিবা ৩, পোরেল ০*; হাসান ১/৫৫, রবিউল ১/৩৪, কাজি অনিক ৩/৪৮, আফিফ ০/৪৬, নাঈম ২/৩৪, সাইফ ২/৩৬)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪২.১ ওভারে ১৩৪ (পিনাক ৪৩, নাঈম শেখ ১২, সাইফ ১২, হৃদয় ৯, আফিফ ১৮, আমিনুল ৩, মাহিদুল ১০, নাঈম হাসান ১১, কাজি অনিক ০, মাহমুদ ০, রবিউল ১৪*; মাভি ২/২৭ পোরেল ০/৮, নাগারকোটি ৩/১৮, পরাগ ০/২৫, শিবা ০/২৯, অনুকুল ১/১৪, অভিষেক ২/১৪)
ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ১৩১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শুবমান গিল

আপনার মন্তব্য

আলোচিত