স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৮ ০১:১৩

ভ্যালেন্সিয়াকে হারাল রিয়াল মাদ্রিদ

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ভালেন্সিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তিন মাস পর লা লিগায় টানা দুই ম্যাচ জিতল জিনেদিন জিদানের দল।

শনিবার ভালেন্সিয়ার মাঠে রিয়ালের জয় ৪-১ গোলে। রোনাদোর দুটি গোলই প্রথমার্ধে পেনাল্টি থেকে। দ্বিতীয়ার্ধে রিয়ালের বাকি দুই গোল করেন মার্সেলো ও টনি ক্রুস।

গত ২৭ আগস্ট সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল-ভ্যালেন্সিয়া পয়েন্ট ভাগাভাগি করেছিল, ম্যাচ শেষ হয়েছিল ২-২ সমতায়।

গত সপ্তাহে দেপোর্তিভো লা করুনাকে ৭-১ গোলে হারিয়েছিল রিয়াল। এর আগে শেষবার অক্টোবরে লিগে টানা একাধিক ম্যাচ জিতেছিল মাদ্রিদের ক্লাবটি।

ম্যাচের শুরুতে গোলরক্ষককে একা পেয়েও বেল ব্যর্থ হওয়ার পর ১৬তম মিনিটে সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ডি-বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রিয়াল।

৩৮তম মিনিটে আবারও স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এ পর্বে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এই নিয়ে এবারের লিগে আট গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

৫৮তম মিনিটে স্বদেশি মিডফিল্ডার দানি পারেহোর কর্নারে হেডে ব্যবধান কমান স্প্যানিশ ফরোয়ার্ড সান্তি মিনা।

৮৪তম মিনিটে মার্কো আসেনসিও ও মার্সেলোর দারুণ বোঝাপড়ায় ব্যবধান বাড়ায় রিয়াল। সতীর্থের সঙ্গে দুইবার বল দেওয়া-নেওয়ার মাঝে এক জনকে কাটিয়ে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।

পাঁচ মিনিট পর ডি-বক্সের মুখে মাতেও কোভাসিচের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে জোরালো শটে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।

এই জয়ের পর চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট হলো ২০ ম্যাচে ৩৮। ২ পয়েন্ট বেশি নিয়ে একধাপ উপরে আছে এক ম্যাচ বেশি খেলা ভালেন্সিয়া। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ২০ ম্যাচে ৫৪। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

আপনার মন্তব্য

আলোচিত