স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ, ২০১৮ ০৩:০৪

আতলেতিকোকে হারাল বার্সেলোনা

আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল বার্সেলোনা।

রোববার কাম্প নউয়ে লা লিগায় ১-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। বার্সার হয়ে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি।

ম্যাচের ২৬তম মিনিটে বাঁকানো ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে দেন মেসি। বাঁ-দিকে ঝাঁপিয়ে গোলরক্ষক ইয়ান ওবলাক বলে হাত লাগালেও রুখতে পারেননি। লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটা ২৪তম গোল। এরই সঙ্গে দেশ ও ক্লাব মিলিয়ে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।

দুই মিনিট পর প্রতিপক্ষের ডিফেন্ডার ফিলিপে লুইসকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি।

গত বৃহস্পতিবার লাস পালমাসের মাঠে বার্সেলোনা হোঁচট খাওয়ায় শিরোপা লড়াই জমে ওঠার আভাস মিলেছিল। তবে শিরোপা প্রতিদ্বন্দ্বী আতলেতিকোকে হারিয়ে ব্যবধান ৮ পয়েন্টে নেওয়ার পাশাপাশি শিরোপার পথেও অনেক এগিয়ে গেল লিগে এখন পর্যন্ত অপরাজিত কাতালান ক্লাবটি।

২৭ ম্যাচে ২১ জয় ও ছয় ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৯। আতলেতিকোর পয়েন্ট ৬১। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আপনার মন্তব্য

আলোচিত