স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ, ২০১৮ ১৭:৪৩

৪ বলে ৪ উইকেট নিলেন মাশরাফি

ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি বিন মর্তুজা চার বলে চার উইকেট নিয়েছেন।

মঙ্গলবার (৬ মার্চ) অগ্রণী ব্যাংকের বিপক্ষে টানা চার বলে নিয়েছেন ৪ উইকেট! ম্যাচে নিয়েছেন ৪৪ রানে ৬ উইকেট। এ পর্যন্ত ৮ ম্যাচে নিয়েছেন তিনি সর্বোচ্চ ২৫ উইকেট।

আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯০ রান তুলেছিল আবাহনী। জবাবে জয়ের জন্য শেষ ওভারে ১৩ রান দরকার ছিল অগ্রণী ব্যাংকের। আবাহনীর হয়ে শেষ ওভারটি করতে এসে প্রথম বলে ১ রান দেন মাশরাফি। এরপর টানা চার বলে তুলে নেন ধীমান ঘোষ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম ও ফজলে রাব্বিকে। মাশরাফির এই বিধ্বংসী বোলিংয়ে ২৭৯ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক।

ঢাকা প্রিমিয়ার লিগ ‘লিস্ট এ’ তালিকাভুক্ত আসর। এ মানের আসরে এর আগে ৪ বলে ৪ উইকেট নেওয়ার কীর্তি ছিল শুধু পাঁচজনের—অ্যালান ওয়ার্ড, শন পোলক, ভ্যাসবার্ট ড্রেকস, ডেভিড পাইন ও গ্রাহাম নেপিয়ারের।

‘লিস্ট এ’ তালিকায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এই ‘ফোর উইকেটস ইন ফোর বলস’ তালিকার সর্বশেষ সংযুক্তি।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ‘ডাবল হ্যাটট্রিক’ করেছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। মালিঙ্গার কৃতিত্বটি আন্তর্জাতিক ওয়ানডের পাশাপাশি লিস্ট এতেও গণ্য হবে।

আপনার মন্তব্য

আলোচিত