ক্রীড়া প্রতিবেদক

০৭ মার্চ, ২০১৮ ১৫:২৪

অধিনায়ক হয়েই দিল্লিতে ফিরলেন গম্ভীর

দিল্লির অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন গৌতম গম্ভীর তা ভাসা ভাসা শোনা যাচ্ছিল বেশ আগে থেকেই। আর সেই জল্পনাকে সত্যি করে বর্তমানে দিল্লির অধিনায়কের দায়িত্ব এখন গৌতম গম্ভীরের হাতে।

গম্ভীর যে দিল্লির অধিনায়ক হিসেবে ফিরতে চলেছেন সে বার্তা দিয়ে রেখেছিলেন দিল্লি ডেয়ার ডেভিলসের নব নিযুক্ত কোচ প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং৷ তিনি জানিয়েছিলেন, ‘গম্ভীরের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং সে দায়িত্ব নিতেও প্রস্তুত।’

তিনি তখন আরো বলেছিলেন, ‘কেকেআরের অধিনায়ক হিসেবে ওর পারফর্মেন্সে আমি কোন ভুল দেখতে পাইনি।’

২০০৮ সালে সতীর্থ শেহবাগের অধিনায়কত্বে দিল্লির হয়েই আইপিএলে অভিষেক হয়েছিল গম্ভীরের। এরপর ২০০৯- ২০১০ সাল পর্যন্ত দিল্লির আইপিএল দলকে নেতৃত্ব দেন গম্ভীরে। এরপর ২০১১ আইপিএল কলকাতা নাইটরাইডার্স বড় অঙ্কে কিনে নেয় গম্ভীরকে। ২০১১ থেকে ২০১৭ এ ৭ বছর কলকাতার হয়ে খেলেছেন গম্ভীর। এসময় তার নেতৃত্বে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জেতে কলকাতা।

দিল্লি ডেয়ার ডেভিলসের সিইও হেমন্ত দুয়া আগেই জানিয়েছিলেন ৭ তারিখ দলের অধিনায়কের নাম ঘোষণা করার কথা। কথামত বুধবারই অধিনায়ক নির্বাচনের অনুষ্ঠানের পর একটি টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত