ক্রীড়া প্রতিবেদক

৩১ মার্চ, ২০১৮ ১৩:১১

ইরানের জালে বাংলাদেশের ৮ গোল

গোল গোলউৎসবে মাতোয়ারা বাংলাদেশি কিশোরীরা। অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের প্রতিযোগিতা চার জাতি হংকং জকি ক্লাব আন্তর্জাতিক ফুটবলে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারানোর পর এবার ইরানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে মারিয়া মান্ডার দল। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছে তহুরা খাতুন।

দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ ম্যাচের শুরুতেই লিড নেয়। দর্শকরা ঠিকঠাক মত আসন নেয়ার আগেই তহুরা খাতুনের গোল। ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন তহুরা খাতুন। ম্যাচের ১৩ মিনিটে নিজের দ্বিতীয় আর ২৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে স্কোরলাইন ৩-০ করেন তহুরা। ম্যাচের ৩২ মিনিটে অ্যানি মগিনি ও প্রথমার্ধের যোগ করা সময়ে শামসুন্নাহার গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলতে থাকে তহুরা-শামসুন্নাহাররা। ম্যাচের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় আর ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন শামসুন্নাহার।

হ্যাটট্রিকের পথে ছুটছিলেন মগিনিও। ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান। তবে ম্যাচের বাকি সময় আর গোলের দেখা পায়নি এই তারকা। উল্টো খেলার শেষ মুহূর্তে একটি গোল শোধ করেন ইরান।

র‌্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ৫৮, যেখানে ৪৪ ধাপ পিছিয়ে থেকে বাংলাদেশের অবস্থান ১০২। গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল তহুরা-শামসুন্নাহাররা। শেষ ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।

আপনার মন্তব্য

আলোচিত