স্পোর্টস ডেস্ক

১০ মে, ২০১৮ ০২:০৪

ডাগআউটে বসে পিএসজির ‘ট্রেবল’ জয় দেখলেন নেইমার

ফরাসি লিগ কাপ ও লিগ ওয়ানের শিরোপা আগেই ঘরে তুলেছে পিএসজি। জিওভানি লো সেলসো ও এদিনসন কাভানির গোলে লেস হারবিয়েরসেকে হারিয়ে ফরাসি কাপের চ্যাম্পিয়নও হলো উনাই এমেরির দল।

পিএসজির এই জয় ডাগআউটে বসে উপভোগ করলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। পায়ে অস্ত্রোপচারের পর মাঠে ফেরার অপেক্ষায় থাকা নেইমার এই সপ্তাহে অনুশীলনে ফিরেছেন।

প্যারিসে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ফাইনালে ২-০ গোলে জিতেছে পিএসজি।

ম্যাচের ২৬তম মিনিটে গোল পায় পিএসজি। ইতালিয়ান মিডফিল্ডার থিয়াগো মোত্তার বাড়ানো বল ধরে বাঁ পায়ের শটে জালে জড়ান লো সেলসো।

৭৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। ডি-বক্সে তাকে গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

ফরাসি ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় এই নিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১২ বার চ্যাম্পিয়ন হলো পিএসজি। ফ্রান্সের ঘরোয়া ফুটবলে ‘ট্রেবল’ জিতে বিদায় নিতে যাচ্ছেন দলটির স্প্যানিশ কোচ উনাই এমেরি।

আপনার মন্তব্য

আলোচিত