স্পোর্টস ডেস্ক

১০ মে, ২০১৮ ০৩:৫৩

সেভিয়ার কাছে রিয়াল মাদ্রিদের হার

সেভিয়ার বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। বুধবার নিজেদের মাঠে ৩-২ গোলে জয় পায় সেভিয়া।

লা লিগার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ৫-০ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ফিরতি লেগে সেই একই দলের বিপক্ষে ম্যাচ হারে তারা। এই জয়ে ইউরোপা কাপে খেলার আশা বাঁচিয়ে রাখল সেভিয়া।

ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, লুকা মদ্রিচ, টনি ক্রুস সহ নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রামে রেখে দল সাজিয়েছিলেন জিনদিনে জিদান। এর ফল ভালোই তুলেছে সেভিয়া।

ম্যাচের ২৬তম মিনিটে প্রথম গোল পায় সেভিয়া। লুইস মুরিয়েলের বাড়ানো বল থেকে গোল করেন বেন ইয়েদের।

বিরতিতে যাওয়ার খানিক আগে ম্যাচের ৪৩তম মিনিটে মিগুয়েল লায়ুন সেভিয়াকে দুই গোলে এগিয়ে নেন।

৫৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় রিয়াল। সের্হিও রামোসের গতির শট ক্রসবারে লেগে ফিরে আসে।

৮৫তম মিনিটে সেভিয়া ৩ গোলে এগিয়ে যায়। লায়ুনের শট বিপদমুক্ত করতে গিয়ে পারেননি রামোস। তার পায়ে লেগে বল জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধের বদলি নামা বোর্হা মায়োরালের গোলে ব্যবধান কমায় রিয়াল। মার্কো আসেনসিওর ক্রসে হেডে বল জালে পাঠান মায়োরাল।

যোগ করা সময়ে থিও এর্নান্দেজকে সেভিয়ার গাব্রিয়েল মের্কাদো ফাউল করলে আবার পেনাল্টি পায় রিয়াল, সেখান থেকে গোল করেন রামোস।

লা লিগার শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ইস্পানোয়েলের কাছে ২-০ গোলে হারা আতলেতিকো ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে রিয়াল মাদ্রিদ।

আপনার মন্তব্য

আলোচিত