স্পোর্টস ডেস্ক

১০ মে, ২০১৮ ১৯:১২

ন্যাশনাল স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ সিলেট অঞ্চলের উদ্বোধন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় এবং বাফুফে জাতীয় স্কুল ফুটবল কমিটির পরিচালনায় সারাদেশের ন্যায় ‘প্রাণ মিল্ক ন্যাশনাল স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৭-২০১৮ (সিলেট অঞ্চল)’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) সিলেট এমসি কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন প্রেসিডেন্ট, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, বাফুফে প্রতিনিধি আবুল বাশার চৌধুরী, বাফুফে কোচ জাহান-ই-আলম নুরী চৌধুরী রাহেল, শিক্ষকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ প্রমুখ।

উদ্বোধনী দিনের ১ম ম্যাচে  (বেলা ২.৩০ ঘটিকায়) সিলেটের হাজী মাদরীস আলী উচ্চ বিদ্যালয় ১-০ গোলে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় এবং ২য় ম্যাচে (বেলা ৪.৩০ ঘটিকায়) সুনামগঞ্জের পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয় ৪-১ গোলে হবিগঞ্জের রিচি হাই স্কুলকে হারিয়ে বিজয়ী হয়। খেলা প্রতিদিন বেলা ২টায় সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ মে) ২০১৮) বেলা ২টায় ১ম ম্যাচে সিলেটের হাজী মাদরীস আলী উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হবে সুনামগঞ্জের পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয় ও বেলা ৩টা ৪৫ মিনিটে হবিগঞ্জের রিচি হাই স্কুল মুখোমুখি হবে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়।

প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।


আপনার মন্তব্য

আলোচিত