স্পোর্টস ডেস্ক

২৯ মে, ২০১৮ ২২:৪২

এখনও শতভাগ ফিট নন নেইমার

গত ফেব্রুয়ারিতে ফ্রেঞ্চ লিগে অলিম্পিক মার্শেইর বিপক্ষে ম্যাচে ফের ইনজুরিতে পড়েন নেইমার। এতে চলতি বছরের বিশ্বকাপ থেকেও ছিটকে যাবার শঙ্কা দেখ দেয় প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ফরোয়ার্ডের। অবস্থা বেগতিক দেখে ২৬ বছর বয়সীর পায়ে অস্ত্রোপচার করাতে হয়।

তবে সপ্তাহখানেক আগে অনুশীলনে ফিরেন নেইমার। এরপর স্বদেশে ফিরে যোগ দেন দলের বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্পে। এদিকে বিশ্বকাপ শুরু হতে এখনও দিন পনেরো মতো বাকি। তাই ব্রাজিল সমর্থকদের জানতে চাওয়া তাদের প্রিয় তারকা নেইমার কেমন আছেন? তিনি কি পুরোপুরি সুস্থ হয়েছেন, নাকি এখনও ইনজুরিতে আক্রান্ত?'

আর এ বিষয়ে এবার নিজেই মুখ খুললেন নেইমার। সাংবাদিকদের বলেন, আমি এখনও শতভাগ সুস্থ হয়নি। তবে সময়ের সঙ্গে তা হয়ে যাব। আগের মতো খেলতে ভয় পাচ্ছি। কিছুদিন লাগবে আমার আগের অবস্থায় ফিরে যেতে। তবে মাঠে নামার জন্য আমি সবসময় প্রস্তুত। কোনও কিছুই আমাকে খেলা থেকে বিরত রাখতে পারবে না।

আগামী ৩ জুন ইংল্যান্ডের লিভারপুলে ক্রোয়েশিয়া বিরুদ্ধে এবং ১০ জুন ভিয়েনায় স্বাগতিক অস্ট্রিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তিতের শিষ্যরা।এরপর নিজেদের ষষ্ঠতম বিশ্বকাপ জয়ের মিশনের সাম্বা কিংরা যাবে রাশিয়া।

গ্রুপ পর্বে তারা সুইজারল্যান্ড, কোস্টারিকা এবং সার্বিয়ার মুখোমুখি হবে। ১৭ই জুন সুইসদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে দক্ষিণ আমেরিকার দেশটি।

বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে নেইমার বলেন, আমাকে সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে এখনও মাঝে মাঝে কিছুটা অস্বস্তি লাগছে। তবে এটা কখনই আমাকে মাঠে নামা থেকে আটকাতে পারবে না।

আপনার মন্তব্য

আলোচিত