সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০১৮ ০২:২৫

আমি কিছুই জানি না: নির্বাচন প্রসঙ্গে মাশরাফি

অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো তবু মঙ্গলবার হঠাৎ করেই যেনো বোমা ফাটালেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দেশের দুই শীর্ষ ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, এমন ইঙ্গীত তাঁর।

মুস্তফা কামাল বলে দিয়েছেন, মাশরাফি নড়াইল থেকে নির্বাচন করবে। সে ভালো মানুষ। তাকে ভোট দেয়ার আহ্বানও জানিয়েছে পরিকল্পনামন্ত্রী।

আ হ ম মুস্তফা কামালের এই ঘোষণা ক্রীড়াঙ্গন তো বটেই, গোটা দেশেই আলোড়ন তুলেছে।

এ ব্যাপারে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আসলে কামাল ভাই (আ হ মুস্তফা কামাল) যা বলেছেন, সেটা তার কথা। আমি সে সম্পর্কে কিছুই জানি না।’

আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আসন্ন সংসদ নির্বাচন করবেন কি? এ প্রশ্নর জবাবে, মাশরাফির জবাব, ‘এ নিয়ে কোনো কথা বলতে চাই না আমি। প্লিজ আমাকে কিছু বলতে অনুরোধ করবেন না। এ নিয়ে আমি কিছু বলতে পারবো না।’

বোর্ডের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নিজে মাশরাফি ও সাকিবকে এবার নির্বাচনে দাঁড়ানোর কথা না বললেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে মাশরাফিকে নির্বাচনের মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে।

মাশরাফির ঘনিষ্ট সূত্রেও মিলেছে তেমন আভাস। সোমবার প্রধানমন্ত্রীর ইফতারেও নাকি মাশরাফিকে নির্বাচন করার বিষয়ে আলোচনা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত