ক্রীড়া প্রতিবেদক

০৩ জুন, ২০১৮ ২২:১৫

বাংলাদেশের লক্ষ্য ১৬৮

ভারতের দেরাদুনে টসে জিতে যখন ফিল্ডিং বেছে নিয়েছিলেন সাকিব আল হাসান, তখন হয়তো আরও ভালো কিছু আশা করেছিলেন। তবে বোলারদের এলোমেলো বোলিংয়ে সুবিধা নিয়ে আফগানিস্তানকে ভালো শুরু এনে দিলেন মোহাম্মদ শাহজাদ ও উসমান গনি। শেষটায় ঝড় তুললেন সামিউল্লাহ সেনওয়ারি ও শফিকুল্লাহ। তাতে লড়াইয়ের পুঁজি পায় আফগানিস্তান।

প্রথমে ব্যাট করা আফগানিস্তান বাংলাদেশকে ১৬৮ রানের ভালো লক্ষ্য দাঁড় করিয়েছে। শুরুতে কোন উইকেট না হারিয়ে তুলে ফেলে ৬২ রান। এরপর উসমান ঘানিকে বোল্ড করেন রুবেল হোসেন। ৮৬ রানের মাথায় ৪০ রান করে সাকিবের বলে ফিরে যান মোহাম্মদ শাহজাদ।

এরপর ঝড়ো ইনিংস শুরু করেন সামিউল্লাহ শেনওয়ারি। তিনি মাত্র ১৮ বলে খেলেন ৩৬ রানের ইনিংস। এরপর ফিরে যান আবু জায়েদের বলে। এছাড়া শফিকুল্লাহ খেলেন ৮ বলে ২৪ রানের এক ঝড়ো ইনিংস। তাদের ঝড়ে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে আফগানরা।  

বাংলাদেশের হয়ে এক ওভার হাত ঘুরিয়ে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নেন মাহমুদুল্লাহ। আবু জায়েদ ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। আবুল হাসান ৩ ওভারে ৪০ রানে ১ উইকেট এবং সাকিব আল হাসান ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন।

আপনার মন্তব্য

আলোচিত