ক্রীড়া প্রতিবেদক

০৯ জুলাই, ২০১৮ ০০:২০

এবার স্বাগতিকদের হারালো সালমা-রুমানারা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে সালমা খাতুনের দল।

আলট্রেখটে টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে রানের খাতা না খুলে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। স্টিয়ার ক্যালিস ও ডেনিস হানেমা ২৩ রানের জুটিতে ওই ধাক্কা সামলানোর ইঙ্গিত দেন। কিন্তু রুমানা ও ফাহিমার বোলিংয়ে নাকানিচুবানি খায় পরের ব্যাটসম্যানরা। ক্যালিস ১৫ ‍ও হানেমা ১৪ রান করেন।

১৯ রান করতেই নেদারল্যান্ডস তাদের শেষ ৯ উইকেট হারায়। তাদের ৬ ব্যাটসম্যান রানের খাতা খুলতে ব্যর্থ হন। রুমানা ৩ ওভারে ২ রান দিয়ে নেন ৩ উইকেট। সমান ওভার বল করে ৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা ফাহিমা। পান্না ঘোষ পান ২ উইকেট। নাহিদা আক্তার ও সালমা ১টি করে উইকেট শিকার করেন।

৪৩ রানের সহজ লক্ষ্যে নেমে শামীমা সুলতানা ও আয়েশা রহমান ২২ রানের জুটি গড়েন। ১০ রানের ব্যবধানে বাংলাদেশ ৩ উইকেট হারালেও ফারজানা হককে নিয়ে রুমানার অপরাজিত ১২ রানের জুটিতে জিতে যায়। শামীমা সর্বোচ্চ ১৪ রান করেন। ফারজানা ১১ রানে টিকে ছিলেন। ৪ রান করে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন রুমানা।

এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলেন সালমা খাতুনরা। ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। আগামী ১০ জুলাই তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে তৃতীয় ম্যাচ।

প্রসঙ্গত, এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলার টিকিট পাবে।

আপনার মন্তব্য

আলোচিত