স্পোর্টস ডেস্ক

০৯ জুলাই, ২০১৮ ১৮:৫৫

স্পেনের নতুন কোচ লুইস এনরিকে

ফার্নান্দো হিয়েরো কোচের পদ থেকে সরে যাওয়ার পর কোচ লুইস এনরিকে স্পেনের দায়িত্ব পেয়েছেন।

সোমবার বোর্ড সভার পরে আনুষ্ঠানিকভাবেই পিকে-রামোসদের কোচের পদে বসানো হয়েছে এনরিকেকে।

প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি করা হয়েছে এনরিকের সাথে। পরবর্তী বিশ্বকাপ ২০২২ সালে হলেও স্প্যানিশ দলের সাথে আপাতত ২০২০ সাল পর্যন্ত কাজ করবেন এনরিকে। এই দুই বছরের অগ্রগতি দেখেই তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

এরআগে বিশ্বকাপের দু’দিন আগে কোচ পাল্টে সমালোচনার জন্ম দিয়েছিল স্পেন। টুর্নামেন্ট চলাকালীন ফার্নান্দো হিয়েরো স্পেন দলের দায়িত্বে থাকলেও দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিলে আবারও কোচ ইস্যুটি নতুন করে সামনে আসে।

রোববার স্পেনের কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো হিয়েরো। এমনকি তিনি তার আগের স্পোর্টিং ডিরেক্টরে পদেও আর ফিরতে চান না বলে জানিয়ে দেন।

স্প্যানিশ মিডিয়া আগেই সংবাদ প্রচার করছিল যে ইতোমধ্যে লুইস এনরিকের সঙ্গে সব কথাবার্তা পাকা করে রেখেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। সোমবার স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে লুইস রুবিয়ালেস এনরিকের সঙ্গে বৈঠকে বসেন ফেডারেশনের হেড কোয়ার্টারে। সেই বৈঠকের পরই দুই পক্ষের সমঝোতায় নিশ্চিত হয় এনরিকেই হলেন স্পেনের নতুন কোচ।

খেলোয়াড় হিসেবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই ক্লাবেই খেলেছেন এনরিকে। সেল্টা ভিগো, রোমাকে কোচিং করানো এনরিকে ২০১৪ সালে বার্সেলোনার কোচ হয়ে আসেন। ৩ মৌসুমে ক্লাবটিকে ৯টি শিরোপা জেতান। যার ভেতর এক মৌসুমে ট্রেবলও জিতিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত