স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৫৯

নিষিদ্ধই হলেন সাব্বির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির রহমানের ছয় মাসের নিষেধাজ্ঞার ব্যাপারে শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে গত পরশু ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে সাব্বির রহমানকে ৬ মাসের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন।

সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়ানো সাব্বির রহমানকে বিতর্কিত অভিযোগের বিষয়গুলো নিয়ে শনিবার (১ সেপ্টেম্বর) বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তাকে নিয়ে বসে। শুনানির পরই তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানানো হয়।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে ফেসবুকে দর্শককে গালিগালাজ ও পেটানোর হুমকির অভিযোগ উঠে সাব্বিরের বিরুদ্ধে। পরে অবশ্য সাব্বির বলেছিলেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। মূলত এই অভিযোগেই তাকে ছয় মাস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বিসিবি।

তবে সাব্বিরের বিরুদ্ধে অভিযোগের আসলে শেষ নেই। নারীঘটিত কেলেঙ্কারিসহ নানা বিতর্কে জড়িয়েছেন তিনি নানা সময়ে। বছরের শুরুতে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন ছয় মাসের জন্য। অপরাধ গেল ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেটের ম্যাচে কিশোর দর্শককে পেটানো। শুধু নিষিদ্ধ নয়, বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন সাব্বির। জরিমানা করা হয়েছিল ২০ লাখ টাকাও।

এর আগে ২০১৬ বিপিএল চলাকালে হোটেল রুমে নারী অতিথি এনে শাস্তি পেয়েছিলেন সাব্বির। এবার ফেসবুকে দর্শক পেটানোর অভিযোগের মধ্যেই আরেক অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সতীর্থ খেলোয়াড়কে প্রহার করেছিলেন তিনি।

আরও এক গুরুতর অভিযোগ আলোচনায় এসেছিল। যদিও ঘটনাটি চার বছর আগের। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ তুলেছে নতুন এই অভিযোগ। জি নিউজের বাংলা সংস্করণে প্রকাশিত এক সংবাদে দাবি করা হয়েছে, পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে উত্ত্যক্ত করেছিলেন সাব্বির। সেটি শোয়েবের সামনেই। সেই সময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলতে এসেছিলেন শোয়েব। তার সঙ্গে এসেছিলেন স্ত্রী সানিয়া মির্জা।

গুঞ্জন আছে এতো এতো অভিযোগের মধ্যে সাব্বিরকে তিন বছরের জন্য নিষিদ্ধ করার পক্ষেও ছিলেন অনেক বোর্ড পরিচালক। তবে বিশ্বকাপের কথা বিবেচনা করে সিনিয়ার ক্রিকেটার ও টিম ম্যানেজম্যান্ট নাকি এতো বড় শাস্তি না দেয়ার অনুরোধ করেছিল।

আপনার মন্তব্য

আলোচিত