ক্রীড়া প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০১৮ ২০:৪৭

তাইজুলের বিশ্বাস ১৫০ রানে আটকে দিলে এখনো জেতা সম্ভব

‘অতি আত্মবিশ্বাসের মত কিছু ছিল না। ক্রিকেটে এমন হয়, কিছু দিন আসে যেদিনটা আমাদের পক্ষে যাবে না। হয়তো আমাদের প্রথমে দুইটি উইকেট পড়ে যাওয়ার পর এমন হয়েছে।’- জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সের পর সতীর্থদের এভাবেই ‘বাঁচালেন’ তাইজুল ইসলাম।

তিনি এখনো মনে করেন জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে আটকে দিলে এখনো জেতা সম্ভব। দিন শেষে ব্যাটসম্যানদের ব্যর্থতা আড়াল করেই বাংলাদেশ দলের একমাত্র প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে এমনই আশাবাদ ব্যক্ত করেন তাইজুল।

তাইজুল বলেন, ‘না, এমন কিছু না। আমাদের ব্যাটসম্যান-বোলারদের কথা যদি বলেন, এখানে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। এর আগের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের ব্যর্থতার আগেও আমরা বড় বড় দলকে হারিয়েছি। আর দুই-একটা সিরিজ এমন হতেই পারে। এখনও আরও অনেক সময় আছে এই ম্যাচে। এখনো তিন দিন বাকি। ম্যাচ শেষ হয়ে গেছে এমন তো নয়। আমরা যদি তাদের ১৫০ রানের মধ্যে আটকে দিতে পারি তাহলে এখনো আমরা ম্যাচটা জিতিতে পারি।’

‘আসলে ক্রিকেটে কখনো ভালো হবে কখনো খারাপ, এমন সময় কিন্তু আসে। সকালে হয়তো আমাদের সময়টা ভালো কেটেছে। মধ্যাহ্ন বিরতির পর থেকে দুই সেশন আমাদের পক্ষে আসেনি। আমাদের হাতে আরও তিন দিন সময় আছে। চেষ্টা করব ওদের দ্রুত অলআউট করার।’

আপনার মন্তব্য

আলোচিত