ক্রীড়া প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০১৮ ১৯:১০

ক্যারিয়ারের শেষ ম্যাচে রাজিনের অর্ধশতক

প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই। আজ (সোমবার) শেষ ম্যাচে মাঠে নামলেন জাতীয় দলের সাবেক তারকা রাজিন সালেহ। জীবনের শেষ ম্যাচেও অর্ধশতক হাঁকালেন সিলেট অধিনায়ক। থামলেন ৬৫ রানে।

জাতীয় ক্রিকেট লিগের ৬ষ্ঠ রাউন্ডের ম্যাচে লড়ছে সিলেট ও ঢাকা বিভাগ। কক্সবাজারে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়েই দীর্ঘ দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন রাজিন সালেহ।

সোমবার ঢাকা বিভাগের বিপক্ষে রাজিন তুলে নিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ারের ৪৩ তম অর্ধশতক। দলীয় ৫০ রানের মধ্যেই টপ অর্ডারের ৩ উইকেট হারানোয় তার অর্ধশতকের উপর ভর করেই এগুচ্ছিল সিলেটের প্রথম ইনিংস। তবে অর্ধশতকের পর তিনি ফিরে গেছেন শাহদাতের বলে ক্যাচ আউট হয়ে। ফিরে যাবার আগে প্রথম ইনিংসে ২০১ বল খেলে করেছেন ৬৭ রান। যার মধ্যে ছিল ৭টি চার ও ১টি ছক্কার মার।

আপনার মন্তব্য

আলোচিত