স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৮ ১০:৩৩

লিভারপুলের বিপক্ষে পিএসজির জয়

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি।

প্যারিসে বুধবার রাতে ‘সি’ গ্রুপে ২-১ গোলে জেতে টমাস টুখেলের দল। হুয়ান বের্নাতের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বিরতির ঠিক আগে ব্যবধান কমান জেমস মিলনার।

সেপ্টেম্বরে লিভারপুলের মাঠে ৩-২ গোলে হেরে যাত্রা শুরু হয়েছিল পিএসজির।

ম্যাচের শুরু থেকে লিভারপুলের রক্ষণকে কাঁপিয়ে দেওয়া পিএসজি সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে প্রায় ২৫ গজ দূর থেকে আনহেল দি মারিয়ার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক আলিসন।

ত্রয়োদশ মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে আলগা বল পেয়ে একটু ভিতরে ঢুকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বের্নাত। গত রাউন্ডে নাপোলির মাঠে ১-১ ড্র ম্যাচেও দলের একমাত্র গোলটি করেছিলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

পিএসজি ৩৭তম মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান এমবাপে। ওখানে এদিনসন কাভানির টোকা কোনোমতে পা দিয়ে ঠেকান আলিসন; কিন্তু বল চলে যায় নেইমারের পায়ে। অনায়াসে আসরে নিচের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে জেমস মিলনারের সফল স্পট কিকে ম্যাচে ফেরে লিভারপুল। ডি-বক্সে সাদিও মানেকে আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া ফাউল করলে পেনাল্টিটি পায় অতিথিরা।

পাঁচ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ৪ পয়েন্ট পাওয়া বেলগ্রেডের নকআউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে।

‘এ’ গ্রুপের ম্যাচে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। ক্লাব ব্রুজের সঙ্গে গোলশূন্য ড্র করা বরুসিয়া ডর্টমুন্ড ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নিশ্চিত করেছে সেরা ষোলো। ছিটকে পড়া মোনাকোর পয়েন্ট ৫, ব্রুজের পয়েন্ট ১। ‘বি’ গ্রুপে পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ গোলে জেতা বার্সেলোনা পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে।

এই গ্রুপের অন্য ম্যাচে ক্রিস্তিয়ান এরিকসেনের গোলে ইন্টার মিলানকে ১-০ ব্যবধানে হারানো টটেনহ্যাম হটস্পার ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আইন্দহোভেন।

‘ডি’ গ্রুপে জার্মান ক্লাব শালকেকে ৩-১ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে পর্তুগালের ক্লাব পোর্তো। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে শালকে। আরেক ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে ২-০ গোলে হারিয়েছে রাশিয়ার লোকোমোতিভ মস্কো। তবে দুটি ক্লাবেরই নকআউট পর্বের আশা শেষ হয়ে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত