সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই, ২০১৫ ২৩:৪১

প্রোটিয়াদের স্পিন পরীক্ষায় ফেলে অলআউট করতে চায় বাংলাদেশ

ম্যাচের পঞ্চম ও শেষ দিনে প্রোটিয়াদের স্পিন পরীক্ষায় ফেলে অলআউট করে জয়ের লক্ষ্যে মাঠে নামতে চায় বানলাদেশ।

যদিও চতুর্থ দিন মাঠে বল না গড়ানোতে চট্টগ্রাম টেস্টের ফলাফলের সব সম্ভাবনার টুঁটি চেপে ধরেছে বৃষ্টি। প্রথম ইনিংস শেষে এগিয়ে থাকা বাংলাদেশ দলের পরিকল্পনা আর ভাল একটা লক্ষ্য ছুঁড়ে দেওয়ার লক্ষ্যে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা দলের সব সম্ভাবনার মোটামুটিভাবে শেষ হয়ে এসেছে।

প্রথম ইনিংসে ৭৮ রানে এগিয়ে থাকা বাংলাদেশ দল এখনও আশাবাদী শেষ দিনে অতিথিদের অলআউট করে জয়ের লক্ষ্যে মাঠে নামবে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬১ রান, ফলে এখনও তারা পিছিয়ে আছে ১৭ রানে।

ইতিহাস বলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের আট টেস্টের সাতটিতেই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। যে একটি টেস্টে দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে হয়েছে, সেটিও পাঁচ উইকেটে জিতেছে প্রোটিয়ারা।

এক টেস্টে কখনও দক্ষিণ আফ্রিকাকে দুইবার অলআউট করতে পারেনি বাংলাদেশ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের ওপর আস্থা রেখে এবার সেই স্বপ্ন দেখছে টাইগাররা।

“এটা নির্ভর করছে আবহাওয়ার ওপর। কাল বৃষ্টি হলে কিছু করার থাকবে না। না হলে আমরা চেষ্টা করব তাদের অলআউট করে আবার ব্যাট করতে।” পঞ্চম দিন খেলা হলে অতিথিদের স্পিন পরীক্ষার সামনে পড়তে হবে বলে মনে করেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল।

“পিচ পুরোটাই কাভার করা আছে, তাই পিচ স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। কাভার না উঠালে পিচ স্বাভাবিক থাকে না। আমার মনে হয়, স্পিনাররা কিছুটা সুবিধা পাবে।”

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৬ উইকেট নেন বাংলাদেশের স্পিনাররা; সবচেয়ে সফল ছিলেন ৩ উইকেট নেওয়া জুবায়ের হোসেন। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ। এছাড়াও পেসার মুস্তাফিজ নেন চার উইকেট।

ইমরুল মনে করেন, সাকিব, তাইজুল দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করলে অতিথিদের অলআউট করা সম্ভব হবে।

আপনার মন্তব্য

আলোচিত