ক্রীড়া প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০১৯ ১৯:৪৯

মায়েদের প্রতি ভালোবাসা জানাতে রাজশাহীর ব্যতিক্রমী উদ্যোগ

মেহেদী হাসান মিরাজের জার্সির পেছনে লেখা ‘মিনারা’, লরি ইভান্সের জার্সিতে ‘সুসান’, ক্রিশ্চিয়ান ইয়ঙ্কারের জার্সিতে ‘মার্জরি’ কিংবা কোচ ল্যান্স ক্লুজনার পরবেন ‘ডন’ লেখা জার্সি। বুধবার (১৬ জানুয়ারি) ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জার্সিতে নিজ নিজ মায়ের নাম নিয়ে এভাবেই নামবে রাজশাহী কিংস।

১৬ জানুয়ারি মা দিবস নয়। সাধারণত মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় মা দিবস। কিন্তু দিবসের উপলক্ষ নয় মায়েদের প্রতি সম্মান আর ভালোবাসা জানাতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে বিপিএলের ফ্রেঞ্চাইজিটি।

প্রত্যেক মানুষের জীবনে মায়েদের অবদানের কথা মাথায় রেখে দলটি বলছে মায়েরা হচ্ছে ‘কিংসের হৃদয়’। তাদের মতে কেবল বিশেষ দিনে নয়, মাকে ভালোবাসা জানাতে হবে যেকোনো দিনই।

মায়ের নামে জার্সি পরে খেলতে নামার আগে ভীষণ রোমাঞ্চিত রাজশাহী কিংস অধিনায়ক মিরাজ, ‘এমন কিছুতে এটা হবে আমার প্রথম অভিজ্ঞতা। মায়েদের জন্য কিছু করতে পারা হবে বিশেষ। আমরা খেলাটা জিততে চাইব এবং মায়েদের উৎসর্গ করব।’

রাজশাহীর সহ-অধিনায়ক সৌম্য সরকার এমন উপলক্ষে মায়ের জন্য গর্ব নিয়ে আসতে চান,  ‘অবশ্যই আমাদের দেশে এমন কিছু এটাই প্রথম। আমরা সব সময় জার্সিতে আমাদের নিজেদের নাম নিয়ে খেলি। এবার ভিন্ন কিছু করছি। আমরা সব সময় বলেছি একটা ম্যাচ আমাদের মায়েদের উৎসর্গ করব, এটা দেখানোর এখনই সময়। মায়েদের জন্য গর্ব নিয়ে আসার এটাই সুযোগ।’

নিজের মাকে নিয়ে কোচ ক্লুজনার বলছেন আবেগঘন কথা। যেকোনো উপলক্ষেই নিজের মাকে ভালোবাসা জানাতে পেরে উদগ্রীব সাবেক প্রোটিয়া অলরাউন্ডার,   ‘আমার মা বিশেষ একজন ব্যক্তি। সব সময়ই তিনিই প্রথম যিনি জিজ্ঞেস করেন দিনটা কেমন গেছে। প্রতিদিন তার সংগে আমি কথা বলি। আমি সবাইকে বলব দিনে অন্তত একবার মার সঙ্গে কথা বলুন, কৃতজ্ঞতা জানান তার প্রতি।’

রাজশাহী কিংসের এমন উদ্যোগের কারণ জানান প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমীদ আজিজ হক, ‘মা লক্ষ কোটি মানুষের অনুপ্রেরণার উৎস কিংস পরিবারও তার ব্যতিক্রম নয়। আমরা এর মধ্য দিয়ে জাতীয় আসল মেরুদণ্ডের প্রতি আমাদের কৃতজ্ঞতা পৌঁছে দিতে চাই।’

এমন উদ্যোগ অবশ্য বিশ্বে এই প্রথম নয়। ২০১৬ সালে জার্সিতে নিজ নিজ মায়ের নাম পরে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল।

আপনার মন্তব্য

আলোচিত