ক্রীড়া প্রতিবেদক

১৬ আগস্ট, ২০১৫ ২২:২৮

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

পারলো না নেপাল। গত আসরের ভারতের বিপক্ষে পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিলো তারা। কিন্তু এবারও ভারতের কাছে হেরেই সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপ থেকে বিদায় নিতে হলো নেপালকে। রোববার সিলেট জেলা স্টেডিয়ামে ২য় সেমিফাইনালে নেপলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কনফার্ম করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

মঙ্গলবার বিকেল ৫টায় একই স্টেডিয়ামে অনুষ্টিত ফাইনালে শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

দ্বিতীয় সেমিফাইনালে সন্ধ্যা ৭টায় মাঠে নামে ভারত ও নেপাল দল। ম্যাচের ২২ মিনিটে ভারতের রহিম আলীর দেয়া গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু খেলার প্রথমার্ধে আর কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনতে ঝাপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। কোনো সুযোগ কাজে লাগাতে না পারায় হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।

এই আসরে এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছিল। সেই লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে।


ম্যাচের ২ মিনিটে কর্নার পায় নেপাল । তবে তা কাজে লাগাতে পারেননি অভিষেক রাজ ।

৪ মিনিটে আবারও আক্রমনে যায় নেপাল । কাশিতিজ রাজের বাড়িয়ে দেওয়া বলে হেড মারেন প্রেজেন তেমাং । তবে তার এই হেডটি গোল পোস্টের ঠিকানা কুজে পায়নি ।

১৬ মিনিটে আবারও গোল মিসের মহড়া দেন নেপালের খিতিষ রাজ ।

২০ মিনিটে ভারতের মোঃ শাহজাহানের দুর্দান্ত বাড়িয়ে দেওয়া বলে হেডে গোল মিস করেন রাহিম আলী ।

তবে এর দু মিনিট পর গোল দিতে আর ভুল করেননি রাহিম আলী । শাহজাহানের বাড়িয়ে দেওয়া বলে ভারতকে লিড এনে দেন রহিম আলী।


গোলের জন্য দিশেহারা নেপাল ২৮ মিনিটে আবারও গোলকিপারকে একা পেয়ে আনস মাগার গোল করতে পারেননি ।

৩৬ মিনিটে নেপালের মধ্য মাঠের খেলোয়াড় আশোক থাপার বাড়িয়ে দেওয়া বলে গোল মিসের মহড়া দেন খিতিষ রাজ।

৪১ মিনিট ও ৪৩ মিনিটে নেপালের আশোক থাপা ও খিতিষ রাজ গোলের সুযোগ মিস করেন ।

প্রথমার্ধের খেলার অতিরিক্ত সময়েও খিতিষ রাজ আবারও গোলের সুযোগ মিস করেন ।

বিরতি থেকে ফিরে এসে দু দল আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়ে খেলতে থাকে ।

৫৬ মিনিটে নেপালের খিতিষ রাজ গোলকিপারকে লক্ষ করে আক্রমণ চালান । তবে তার এই আক্রমণ প্রতিহত করেন ভারতের গোলকিপার ।

ম্যাচের শেষ দিকে কর্নার থেকে ভালো একটি সুযোগ পায় নেপাল । তবে খিতিস রাজের সেই কর্নার থেকে গোল আদায় করতে পারেনি নেপাল ।

ফলে ১-০ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত ।

আপনার মন্তব্য

আলোচিত