সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:২১

শিশু গৃহকর্মী নির্যাতনে অভিযুক্ত শাহাদাতকে ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠায় পেস বোলার শাহাদাত হোসেন রাজীবকে সব ধরনের ক্রিকেট থেকে আপাতত এই ক্রিকেটারকে বহিষ্কার করারই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
শাহাদাত হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মী মাকছুদা আকতার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর (রোববার) রাতে মামলা হয়। তখন থেকেই শাহাদাত এবং তার স্ত্রীকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ।মামলা মাথায় নিয়ে এই মুহূর্তে আত্মগোপনে আছেন তিনি।

অভিযোগের সুরাহা না হলে শাহাদাতকে ক্রিকেটের বাইরে রাখাই সমীচীন হবে বলে গতকালই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আজ (১৩ সেপ্টেম্বর) বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বোর্ডের মিডিয়া উইং প্রধান জালাল ইউনুস শাহাদাতের নিষেধাজ্ঞা-সংক্রান্ত এ সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তাঁর এই বহিষ্কারাদেশ ‘সাময়িক’ হলেও আপাতত দেশের সব ধনের ক্রিকেটীয় কার্যক্রম থেকেই নিষিদ্ধ থাকবেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত